অভিনেতা থেকে গায়ক সজল

আব্দুন নূর সজল। একসময় ছোট পর্দায় নিয়মিত কাজ করেছেন এই তারকা। বর্তমানে নাটকের চেয়ে চলচ্চিত্রেই বেশি দেখা যাচ্ছে তাকে। এবার নতুন পরিচয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন তিনি। শিগগিরই গায়ক হিসেবে দেখা যাবে সজলকে।
ইতোমধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। বরাবরই পর্দায় অন্যের গানে ঠোঁট মিলিয়েছেন তিনি। এবার নিজেই একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
শনিবার (২ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে জনপ্রিয় দুটি সিনেমার গানে কণ্ঠ দেন সজল। গানগুলোর সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত।
আরও পড়ুন: সৌরভ গাঙ্গুলির বায়োপিকে আয়ুষ্মান
এ প্রসঙ্গে রাফাত বলেন, এতদিন নাটকে সজল ভাইয়ের লিপে ভয়েস যেত এবার ভাইয়ার কণ্ঠে সবাই গান শুনবে। এটা তো শুরু, সামনে আরও হবে। আমরা দুটি গানের ম্যাশআপ করেছি। দুটি গানই অসাধারণ গেয়েছেন সজল ভাই। আশা করছি ভাইয়ের কণ্ঠে গান দুটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।
প্রসঙ্গত, বর্তমান সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সজল। এ ছাড়া ওটিটি প্লাটফর্মেও কাজ করছেন এই অভিনেতা।