দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনাঘাঁটিতে পুলিশের তল্লাশি
দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনাঘাঁটিতে মাদক থাকার অভিযোগে তল্লাশি চালিয়েছে সিউল পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ১৭ জন মার্কিন সেনাসহ ২২ জনের বিরুদ্ধে গাঁজা সেবন ও পাচারের অভিযোগ উঠেছে। সে কারণেই ঘাঁটিতে অভিযান চালায় পুলিশ।
এর আগে মে মাসে দুটি মার্কিন ঘাঁটিতে অভিযান চালিয়েছিল পুলিশ। বিদেশে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি ক্যাম্প হুম্প্রেতেও তল্লাশি হয়। একজন ফিলিপিনো ও একজন দক্ষিণ কোরীয় নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ।
সাম্প্রতিক সময়ে মার্কিন সেনাদের এমন কর্মকাণ্ডে জড়িত থাকার এটাই সবচেয়ে বড় অভিযোগ। এর ভিত্তিতে দক্ষিণ কোরিয়ার পুলিশ এবং মার্কিন সেনাবাহিনীর ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিভিশন যৌথভাবে তল্লাশি চালিয়ে ওই ২২ সন্দেহভাজনের ঘর থেকে উদ্ধার করে ৭৭ গ্রাম গাঁজা, কমপক্ষে ৪ কেজি ‘মিশ্র তরল’ এবং নগদ ১২ হাজার ৮৫০ ডলার। তাদের বিরুদ্ধে মারিজুয়ানা পাচারের অভিযোগ আনা হয়। তাদের মধ্যে পাঁচ সেনা সদস্যসহ সাতজনের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগও রয়েছে। আর ১২ জন মধ্যস্থতাকারী ছিলেন বলে অভিযোগ।
অভিযুক্ত ১৭ জন মার্কিন সেনাই এখন ক্যাম্প হুম্প্রেতে অবস্থান করছেন। স্ন্যাপচ্যাটে যোগাযোগের মাধ্যমে তারা এই মাদক সরবরাহ করতেন।
দক্ষিণ কোরিয়ায় মার্কিন কমান্ড জানায়, তারা এই তদন্তের ব্যাপারে অবগত। এখনো কোনো সেনা আটক অবস্থায় নেই।