ডেমরায় অর্ধগলিত লাশ উদ্ধার

মোঃ হারুন অর রশিদ, ডেমরা প্রতিনিধি: ডেমরায় মো. সোহেল মুন্সি (৪০) নামে এক মানসিক রোগীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে বামৈল কবরস্থান সংলগ্ন মৃত শেখ আব্দুল মালেক মুন্সির বাড়ির ঘর থেকে ওই লাশ উদ্ধার করা হয়। তিনি আব্দুল মালেক মুন্সির ছেলে। মৃতের চোখ, মুখ ও শরীর ফুলে ফেঁপে গেছে। তবে ঘটনাস্থলে এ মৃত্যুর কারণ জানা যায়নি। লাশের পড়নে ছিল নীল টি-সার্ট ও সাদা চেক লুঙ্গি।
এদিকে শুক্রবার বিকেলেই সুরতহাল শেষে লাশ ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। তবে প্রাথমিকভাবে পুলিশের ধারণা লাশটি ৩ দিন ধরে ঘরে পড়ে আছে। বাড়িটিতে মৃত সোহেল মুন্সি তার ছোট ভাই জুয়েল সহ বসবাস করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে গত ৭/৮ দিন ধরে জুয়েল গ্রামের বাড়িতে গিয়েছেন। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার বাঙ্গরা থানা এলাকায়।
মৃতের বড় বোন হাবিবা আক্তার রুমি জানায়, জন্মের পর থেকেই সোহেল মানসিকভাবে অসুস্থ। প্রায় ৩ বছর আগে আকলিমা সহ আমাদের দুই বোনকে বাড়ি থেকে মারধর করে বের করে দেয় সে। বিগত ১৫ বছর আগে তার স্ত্রী চলে যাওয়ার পর সে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। আজকে এলাকাবাসীর কাছ থেকে ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে এসেছি।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার সুব্রত কুমার পোদ্দার জানায়, লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী শুক্রবার দুপুরে থানায় খবর দেয়। ময়না তদন্ত রিপোর্টের ভিত্তিতে এ মৃত্যুর আসল রহস্য বের হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।