বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চায় ভিয়েতনাম

ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন বলেছেন, বাংলাদেশ ও ভিয়েতনাম একই ধরনের উন্নয়নের লক্ষ্য সামনে রেখে কাজ করে যাচ্ছে। এ কারণে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে হবে।
আজ মঙ্গলবার ভিয়েতনাম দূতাবাসে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন দেশটির রাষ্ট্রদূত।
ফাম ভিয়েত চিয়েন বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও পর্যটন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে হবে। তৈরি পোশাকসহ বিভিন্ন খাতে দুই দেশ আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগী হলেও এটাকে একটা সুযোগ হিসেবে নেওয়া উচিৎ বলে মনে করেন তিনি। প্রতিযোগিতার মধ্য দিয়ে ভালো কিছু বের হয়ে আসে বলেও জানান তিনি।
দুই দেশের সম্পর্ক উন্নয়নে ভবিষ্যতে ডিক্যাবের সঙ্গে সম্পৃক্ততা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন ফাম ভিয়েত চিয়েন।
কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) সভাপতি রেজাউল করিম লোটাস, সাবেক সভাপতি রাহীদ এজাজসহ অন্যরা সেখানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ-ভিয়েতনাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি সায়িদ এম রহমান এ সময় উপস্থিত ছিলেন।