The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২

সাত খুনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর হোসেন চাঁদাবাজির মামলায় খালাস

সাত খুনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর হোসেন চাঁদাবাজির মামলায় খালাস
সংগৃহীত

নারায়ণগঞ্জে সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে চাঁদাবাজির একটি মামলায় খালাস দিয়েছেন আদালত। এই মামলায় তার ভাই-ভাতিজারাও খালাস পেয়েছেন। বৃহস্পতিবার (১২ মে) সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন মামলার ৮ আসামিকেই খালাস দিয়ে রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) জাসমীন আহমেদ। তিনি জানান, ২০১৪ সালে করা চাঁদাবাজির অভিযোগে এই মামলার আসামি ছিলেন সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন, তার ভাই-ভাতিজাসহ আট জন। আদালত রায়ে সকল আসামিকেই খালাস দিয়েছেন।

এপিপি আরও জানান, একই দিনে নূর হোসেনের বিরুদ্ধে করা একটি মাদক মামলায় যুক্তিতর্ক হয়েছে। আরও দু’টি মামলার সাক্ষীরা উপস্থিত না হওয়াতে পরবর্তী তারিখ দিয়েছেন আদালত।

এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নূর হোসেনকে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ জেলা আদালতে আনা হয়। আদালতের কার্যক্রম শেষে পুনরায় পুলিশি নিরাপত্তায় তাকে কাশিমপুরের উদ্দেশে নেওয়া হয়।