The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা শুক্রবার, ২০ মে ২০২২

টানা ২৩ দিন করোনায় মৃত্যুহীন, কমেছে শনাক্ত

 টানা ২৩ দিন করোনায় মৃত্যুহীন, কমেছে শনাক্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। এতে করে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনেই অপরিবর্তিত রয়েছে। এ নিয়ে টানা ২৩ দিন দেশে করোনায় একজনেরও মৃত্যু হয়নি। সবশেষ গত ২০ এপ্রিল দেশে করোনায় একজনের মৃত্যু হয়।

শুক্রবার (১৩ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া সবশেষ ২৪ ঘণ্টায় দেশে ১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৯৫৭ জন। এ সময়ে সুস্থ হয়েছেন ৩২৭ জন করোনা রোগী। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৮ হাজার ৯৩০ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় ৪ হাজার চারজনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪৫ শতাংশ।

এর আগে বৃহস্পতিবার (১২ মে)  দেশে করোনায় আক্রান্ত হন ৫১ জন।


সর্বশেষ