The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা শুক্রবার, ২০ মে ২০২২

বলিউডে পা রাখছেন অগস্ত-সুহানা, নাতিকে শুভেচ্ছা অমিতাভের

বলিউডে পা রাখছেন অগস্ত-সুহানা, নাতিকে শুভেচ্ছা অমিতাভের
সংগৃহীত

একই ছবিতে তিনজন 'স্টার কিডস'। জোয়া আখতার পরিচালিত 'দ্য আর্চিস' ছবিটিতে একসঙ্গে আত্মপ্রকাশ করতে চলেছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত নন্দ, শাহরুখ-কন্যা সুহানা খান এবং বনি কাপুরের মেয়ে খুশি কাপুর।

২০২৩-এ নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার এবং প্রথম ঝলক। সোশ্যাল মিডিয়ায় নাতিকে শুভেচ্ছা জানিয়েছেন 'বিগ-বি' অমিতাভ বচ্চন। ছবিটির প্রযোজক রিমা কাগটি। ১৮ এপ্রিল থেকে শুরু হয়েছে ছবির শুটিং।

কমিক ক্যারেক্টার 'আর্চি অ্য়ান্ড্রুজ অ্যান্ড হিজ ফ্রেন্ড' থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি তৈরি হবে। তিনজন 'স্টার কিডস' ছাড়াও ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিহির আহুজা, ডট, বেদাঙ্গ রায়না এবং যুবরাজ মেন্দাকে।

সূত্র: জি নিউজ