The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা সোমবার, ২৩ মে ২০২২

মধুপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ  নিহত ১, আহত ৩০

মধুপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ  নিহত ১, আহত ৩০
ছবি: সংগৃহীত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩০ যাত্রী আহত ও ১ জন নিহত হয়েছেন। 

শনিবার সকালে টাঙ্গাইল-জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার গাংগাইর নজমুল ইসলাম ফাযিল মাদ্াসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী এমডি মাহি পরিবহণের একটি বাস মধুপুর বাসস্ট্যান্ড অতিক্রম করে ঘটনাস্থলে পৌঁছলে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা প্রান্তিক সার্ভিসের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ও মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। ঘটনাস্থল থেকে ৩০ জনকে আহতবস্থায় উদ্ধার করে প্রথমে মধুপুর হাসপাতালে নেয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়।

এ ঘটনায় আহত ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও জামালপুর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যরা মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। 

বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা আহত যাত্রীরা হলেন- টাঙ্গাইল সদরের জাকির (৪০), তারেক (৪৫), কালিহাতীর আউলিয়াবাদের আব্দুল বাছেদ (৫৫) জামালপুরের আমিনুল ইসলাম (২৪), ময়মনসিংহের কানিজ ফাতিমা (৫০), মুক্তাগাছার সেলিম হোসেন (৪০), বিল্লাল হোসেন (৫৫), ঘাটাইলের চৈথট্ট গ্রামের মোকাদ্দেছ (৪৫), আলাউদ্দিন (৪৫), রংপুরের রফিক (২৯)। তারা সবাই উভয় গাড়ীর যাত্রী ছিলেন।