The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা মঙ্গলবার, ২৮ জুন ২০২২

ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি

ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি
সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি ঢাকায় আসছেন। এক ভিডিও বার্তার মাধ্যমে শিল্পা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে।

আগামী ২৮ জুলাই ‘মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশীপ অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিনে প্রধান অতিথি হিসাবে হয়ে হাজির হবেন শিল্পা শেঠি। অনুষ্ঠানে সেরাদের হাতে তুলে দেবেন অ্যাওয়ার্ড।

শিল্পা শেঠির ঢাকায় আসার বিষয়ে মিররের প্রধান শাহ জাহান ভূইয়া রাজু গণমাধ্যমকে জানান, মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশীপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শিল্পা শেঠির আসার বিষয়টি নিশ্চিত।

আমরা তার সঙ্গে যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি। ইতোমধ্যে শিল্পা ভিডিও বার্তা দিয়ে বিষয়টি কনফার্মও করেছেন।

শিল্পী শেঠির ঢাকায় আসা এবারই প্রথম নয়। এর আগে ২০১৬ সালেও ঢাকায় এসেছিলেন তিনি। সে সময় প্যাসন ফর ফ্যাসন শিরোনামের ফ্যাশন শোতে অংশ নেয়ার জন্য ঢাকায় এসেছিলন এই বলিউড সুন্দরী।