The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তের সর্বশেষ তথ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তের সর্বশেষ তথ্য
ফাইল-ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচ জন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে মোট ২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। ঢাকার বাইরে নতুন এবং পুরাতন কোনো রোগী ভর্তি নেই।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৩৪ জন। সুস্থ হয়েছেন ২০৬ জন রোগী। এ বছরে এখনও কেউ মারা যায়নি।

উল্লেখ্য, ২০২১ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। সুস্থ হয়ে ছিলেন ২৮ হাজার ২৬৫ জন এবং মারা যান ১০৫ জন।