হাজার হাজার নেতা- কর্মীর সমাগমে মুখরিত উপজেলা জাতীয় পার্টির সম্মেলন প্রাঙ্গণ

মনীষ সরকার রানা, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর, ২০২৩) গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এম.পি. এর সভাপতিত্বে উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত।
সম্মেলন উপলক্ষে সকাল থেকেই দলীয় নেতা-কর্মীরা নানান বাদ্যযন্ত্র বাজিয়ে নেচে গেয়ে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারী স্কুল মাঠে সমেবেত হতে থাকেন। বেলা সাড়ে তিনটা নাগাদ সম্মেলনস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়! আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে, সম্মেলন উপলক্ষে এত জন সমাগম জাপার স্থানীয় রাজনীতিতে ইতিবাচক প্রভাব সৃষ্টি করেছে।
সুন্দরগঞ্জ পৌর মেয়র মোঃ আব্দুর রশিদ সরকার সম্মেলন উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রংপুর সিটি মেয়র মোঃ মোস্তাফিজার রহমান (মোস্তফা)। বিশেষ অতিথির আসন অলংকিত কনেছেন, মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল এম.পি. প্রেসেডিয়াম সদস্য জাপা কেন্দ্রীয় কমিটি। এ্যাডঃ আলহাজ্ব মমতাজ উদ্দীন, উপদেষ্ঠা, জাপা কেন্দ্রীয় কমিটি। উপস্থিত ছিলেন আহসান আদেলুর রহমান আদেল এম.পি. ও ভাইস চেয়ারম্যান, জাপা কেঃকঃ, এস, এম, ইয়াসির ভাইস চেয়ারম্যান, জাপা কেন্দ্রীয় কমিটিসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
উপজেলা জাপার সদস্য সচিব আব্দুল মান্নান মন্ডলের সঞ্চালনায় বক্তারা, স্থানীয় এম,পি ব্যারিস্টার শামীম হায়দায় পাটোয়ারীর উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। উপজেলা জাপার সিনিয়র সহ-সভাপতি, প্রবীণ জাপা নেতা আনসার আলী সর্দার চ্যালেঞ্জ করে বলেন, ইতিপূর্বের কেউ বর্তমান এম,পির মতন উন্নয়ন করেননি। তাই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারো ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে এম,পি বানানোর উদাত্ত আহবান জানান। সম্মেলনে উপস্থিত অতিথিরা এত বেশী মানুষের সমাগম দেখে সবাই অভিভূত! বক্তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পূণরায় মিঃ পাটোয়ারীকে ভোট দিয়ে এম,পি নির্বাচিত করার আহবান জানান।
জাতীয় সংসদের ২৯ গাইবান্ধা ১ (সুন্দরগঞ্জ) আসনটি মোট ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। মোট ভোটার সংখ্যা প্রায় ৪ লক্ষ। এই আসনে সর্বাধিক ৭বার (উপ নির্বাচনসহ) জাপা থেকে এমপি নির্বাচিত হয়েছেন।
সভাপতির বক্তব্যে এম,পি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, "আমি সাধ্যমতন আপনাদের কল্যানে উন্নয়ন কাজ করেছি। রাস্তা পাকাকরণ, সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন বরাদ্দ ও সংস্কার, অনেক মসজিদ- মন্দিরের ভবন বরাদ্দ দিয়েছি। খেলার মাঠ সংস্কার ও গ্যালারী নির্মান করেছি। সংকৃতির চর্চা কেন্দ্রের সংস্কার করেছি। বেশ কিছু উন্নয়ন কাজ চলমান রয়েছে।" আমি আসন্ন নির্বাচনে আপনাদের ভোট ও দোয়া কামনা করছি।