The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা মঙ্গলবার, ২৮ জুন ২০২২

বন্যা দুর্গতদের পাশে ‘দি বাংলাদেশ টুডে’ পরিবার

বন্যা দুর্গতদের পাশে ‘দি বাংলাদেশ টুডে’ পরিবার

আপনারা সবাই অবগত আছেন যে, অসহায় বন্যা দুর্গতদের পাশে ‘দি বাংলাদেশ টুডে’ পরিবার সবসময় পাশে দাঁড়াতে নীতিগতভাবে অঙ্গীকারবদ্ধ। আমরা ‘দি বাংলাদেশ টুডে’ পরিবারের পক্ষ থেকে সকল কর্মকর্তা-কর্মচারী একদিনের বেতন প্রদান করে সিলেট ও সুনামগঞ্জের অসহায় বন্যা দুর্গতদের পাশে দাড়িয়েছি। সেভাবেই সিলেট ও সুনামগঞ্জের অসহায় মানুষদের পাশে সবাইকে দাড়ানোর আহবান জানাচ্ছি। যারা আমাদের সাথে অসহায় বন্যা দুর্গতদের সাহাযার্থে এগিয়ে আসতে চান তাদেরকে নিচে প্রদত্ত বিকাশ নাম্বার বা ব্যাংক একাউন্টের মাধ্যমে সহযোগীতার হাত বাড়াতে বিনীত অনুরোধ করা হচ্ছে।

 

বিকাশ নাম্বার- পার্সোনাল (সেন্ড মানি)-০১৭১৭১১৪৭৭৬,
                      এজেন্ট (ক্যাশ আউট)-০১৩১৫০৪৯৯৮৯।

 

চলতি হিসাব- দি বাংলাদেশ টুডে, নম্বর-১৪০১৪২৪০৩২০০১, 
                    সিটি ব্যাংক লিমিটেড, কাওরান বাজার শাখা, ঢাকা।