The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা সোমবার, ০৮ অগাস্ট ২০২২

বুধবার নাগরিকদের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের

বুধবার নাগরিকদের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের
ছবি: সংগৃহীত

সৌদি আরবের মুসলমানদের বুধবার সন্ধ্যায় জিলহজের চাঁদ দেখতে অনুরোধ করেছে দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (২৭ জুন) সৌদি প্রেস এজেন্সির বরাতে আল-আরাবিয়া এমন খবর দিয়েছে।

ইসলামিক মাস জিলহজের চাঁদ দেখা মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ মাসটির সাত থেকে ১০ তারিখ পর্যন্ত হজ পালনের জন্য নির্ধারিত। এছাড়া ১০ জিলহজ মুসলমানদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করা হয়।

সৌদি সুপ্রিমকোর্ট বলছে, দূরবীক্ষণ কিংবা খালি চোখে—যেভাবেই চাঁদ দেখা হোক না কেন, তা কাছের কোর্টে জানাতে হবে এবং নিজের সাক্ষ্য নথিভুক্ত করতে হবে। ইসলামধর্মে চান্দ্রপঞ্জিকা অনুসরণ করা হয়।

২৯ জুন বুধবার দেশটিতে জিলহজ মাসের চাঁদ দেখা গেলে  ২৯ জুনই হবে জিলকদ মাসের শেষ দিন।

 

ফলে ৩০ জুন বৃহস্পতিবার হবে জিলহজ মাসের প্রথম দিন। জিলহজ মাসের ১০ তারিখ ইসলাম ধর্মাবলম্বীরা ঈদুল আজহা উদযাপন করেন।  তাই ৯ জুলাই দেশটিতে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। 

মুসলমানরা চন্দ্র ক্যালেন্ডার অনুসরণ করে। এই ক্যালেন্ডার অনুযায়ী ৩৫৪ বা ৩৫৫ দিনে এক বছর হয়।