The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা সোমবার, ০৮ অগাস্ট ২০২২

সমুদ্র সৈকতে ভেসে আসছে মৃত জেলি ফিশ 

সমুদ্র সৈকতে ভেসে আসছে মৃত জেলি ফিশ 

সফিউল আলম, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সমুদ্র সৈকতের উপকূলে ভেসে আসছে শতাধিক মৃত অরেলিয়া অরিতা বা জেলি ফিশ।

বৃহস্পতিবারও সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টে ভেসে এসেছে মৃত শতাধিক জেলি ফিশ। আর জেলি ফিশের মৃত্যুর কারণ জানতে নমুনা সংগ্রহ করেছে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্ট্রিটিউট। ধারণা করা হচ্ছে, জেলেদের জালে আটকা পড়ে এসব জেলি ফিশ মারা যাচ্ছে।

বৃহস্পতিবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট থেকে শুরু করে কলাতলী পয়েন্ট পর্যন্ত মৃত জেলি ফিশের দেখা মিলেছে।

স্থানীয়রা জানিয়েছেন, সমুদ্রের জোয়ারে এসব জেলিফিশ ভেসে আসছে। এসব জেলিফিশ বিষাক্ত।

জেলিফিশ এর বৈজ্ঞানিক নাম অরেলিয়া অরিতা (Aurelia Aurita)। যা শরীরের কোন অংশে লাগলে চুলকানি হয়ে থাকে।

বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্ট্রিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সাঈদ মুহাম্মদ শরীফ জানান, সৈকতে মৃত জেলি ফিশ ভেসে আসায় বিষয়টি নজরে এসেছে। তারা সংগ্রহ করেছেন মৃত জেলি ফিশের নমুনা।

ধারণা করা হচ্ছে, জেলেদের জালে আটকা পড়ে এসব জেলি ফিশের মৃত্যু হচ্ছে। তবে, সমুদ্র দূষণ বা অন্য কোন কারণ আছে কিনা তা গবেষণা উঠে আসবে। আর মৃত জেলি ফিশ হাতে স্পর্শ না করার পরামর্শও তাদের।