The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা সোমবার, ০৮ অগাস্ট ২০২২

সম্মেলন থেকে একসঙ্গে বেরিয়ে গেলেন চীন-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

সম্মেলন থেকে একসঙ্গে বেরিয়ে গেলেন চীন-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

কম্বোডিয়ায় বর্তমানে রাজনৈতিক জোট আসিয়ান এবং কয়েকটি আমন্ত্রিত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি সম্মেলন চলছে। এ সম্মেলনের উদ্দেশ্য ছিল মিয়ানমারে চলমান সংঘাত নির্মূলে আলোচনা করা এবং উপায় খুঁজে বের করা। 

কিন্তু সম্মেলনটিতে ‘ন্যান্সি পেলোসি এবং তাইওয়ান ইস্যুর’ আঁচ পড়েছে।  

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছেম, শুক্রবার সম্মেলন থেকে একসঙ্গে বেরিয়ে যান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

সম্মেলন কক্ষে উপস্থিত থাকা একজন ব্যক্তি রয়টার্সকে বলেছেন, জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োসিমাসা হায়াসি বক্তব্য শুরু করার পর এ দুই পররাষ্ট্রমন্ত্রী বের হয়ে যান। 

এর আগে বৃহস্পতিবার একটি নৈশভোজের অনুষ্ঠানে যোগ দিয়েও সেখান থেকে কিছুক্ষণ পরই বের হয়ে চলে যান চীনের পররাষ্ট্রমন্ত্রী। 

তাইওয়ান ইস্যু নিয়ে বৃহস্পতিবার একটি বিবৃতি দেশ জি-৭ জোট। জাপান এ জোটের সদস্য। সেই বিবৃতিতে বলা হয় চীন বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করছে। আর এমন বিবৃতির পর জাপান ও যুক্তরাষ্ট্রের ওপর আরও ক্ষীপ্ত হয় চীন।

এ বিবৃতির জেরে কম্বোডিয়ায় আসিয়ান সম্মেলনে উপস্থিত জাপানের প্রতিনিধিদের সঙ্গেও নিজের নির্ধারিত বৈঠক বাতিল করে দেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। 

যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে আসার পর বিষয়টি নিয়ে ভীষণ ক্ষুদ্ধ হয় চীন। এরপর তারা সামরিক প্রশিক্ষণ চালানো শুরু করে। 

তাছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক বিভিন্ন কার্যক্রম স্থগিত করার ঘোষণাও দিয়েছে তারা। 

সূত্র: দ্য গার্ডিয়ান