The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা সোমবার, ০৮ অগাস্ট ২০২২

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে ‘প্রেরণাদায়িনী মা’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে ‘প্রেরণাদায়িনী মা’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী
ফাইল ছবি

বাঙালি জাতির মুক্তি সংগ্রামের এক অনবদ্য নাম শেখ ফজিলাতুন্নেছা মুজিব। সহধর্মিনী হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিটি সংগ্রামের পেছনে যেমন রয়েছে তাঁর ভূমিকা, তেমনি দক্ষ সংগঠক হিসেবেও তাঁর নাম অনস্বীকার্য। পাশাপাশি মাতৃত্বের অপার মহিমায় আজ অনুপ্রেরণার অন্যতম উৎস মহীয়সী এই নারী। বাংলার মানুষের কাছে আজ শ্রদ্ধা ও ভালোবাসার নাম শেখ ফজিলাতুন্নেছা মুজিব।

১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। ৯২তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির উদ্যোগে আগামী ৬ আগস্ট ২০২২ (শনিবার) রাজধানীর শাহবাগস্থ বাংলাদেশ জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে ‘প্রেরণাদায়িনী মা’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। 

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল খালেক। 

সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠোনে আরও উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক ড. নাসরীন আহমাদ ও বিশিষ্ট চিত্রশিল্পী হাশেম খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা।

শিল্পকর্ম প্রদর্শনীর মাধ্যমে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের অদেখা স্বত্ত্বাগুলোকে তুলে ধরা হবে।