The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা শনিবার, ০১ অক্টোবর ২০২২

 • ‘দেশে আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না’ প্রধানমন্ত্রীর জন্যই সারাদেশে শান্তির সুবাতাস বইছে: স্বরাষ্ট্রমন্ত্রী ন্যাটোতে যোগ দেওয়ার ‘ত্বরিৎ’ আবেদন করেছে ইউক্রেন বিএনপির বক্তব্য ও রডের মাথায় জাতীয় পতাকা একসূত্রে গাঁথা: তথ্যমন্ত্রী লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে বৃষ্টি পুতিনকে ‘রক্তপিপাসু’ বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট পাবনায় কুড়াল দিয়ে কুপিয়ে যুবককে হত্যা দুর্গাপূজার সাথে মিশে আছে চিরায়ত বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি: রাষ্ট্রপতি মোল্লাহাটে শিশু কিশোর কিশোরী কার্যালয়ের যুগপূর্তি অনুষ্ঠিত বিএনপির মিথ্যাচারে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে: কৃষিমন্ত্রী
 • হবু বয়ফ্রেন্ডের জন্য জাহ্নবীর বার্তা

  হবু বয়ফ্রেন্ডের জন্য জাহ্নবীর বার্তা
  সংগৃহীত

  বলিউডের উঠতি অভিনেত্রী জাহ্নবী কাপুর। সিনেমার পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা কম হয় না!

  প্রায়ই জাহ্নবীর প্রেমের গুঞ্জন শোনা যায়। তবে এখনো নিজেকে সিঙ্গেল বলেই দাবি এই অভিনেত্রীর। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি সুখেই আছি। তবে মাঝে মাঝে একাকিত্ব লাগে।’

  হবু বয়ফ্রেন্ডের জন্য কোনো বার্তা রয়েছে কিনা জানতে চাইলে জাহ্নবী কাপুর বলেন, ‘আমার সঙ্গে ভালো আচরণ করবে এবং হাসাবে। আমার ধারণা, আমি তোমার সঙ্গে ভালো আচরণ করব। তোমার পাশে থাকব। আমার সঙ্গে বেশ মজাতেই থাকবে। আমি কিছুটা সাইকো তবে অনেক কিউট।’

  সম্প্রতি জাহ্নবী অভিনীত ‘গুড লাক জেরি’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এতে তার অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে তার পরবর্তী সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’— এর শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। এছাড়াও ‘বাওয়াল’ ও ‘মিলি’ সিনেমায় জাহ্নবীকে দেখা যাবে।


  সর্বশেষ