অবসরের ঘোষণা দিলেন রজার ফেদারার

রজার ফেদারার টেনিস থেকে অবসরের ঘোষণা দিলেন। এ মাসে শুরু হওয়া লেভার কাপ তার সর্বশেষ টুর্নামেন্ট।
বিস্তারিত আসছে...
রজার ফেদারার টেনিস থেকে অবসরের ঘোষণা দিলেন। এ মাসে শুরু হওয়া লেভার কাপ তার সর্বশেষ টুর্নামেন্ট।
বিস্তারিত আসছে...
সর্বশেষ
সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল ক্রিকেটার। শুক্রবার (২৪ মার্চ) বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকার জন্মদিন।
সফল এই ক্রিকেটারের বিচরণ ক্রিকেটের তিন ফরম্যাটেই। ২০০৬ সালে ওয়ানডে অভিষেক হওয়ার পর ১৭ বছর ধরে খেলে আসছেন লাল-সবুজ জার্সিতে। বিভিন্ন সময়ে দলকে এনে দিয়েছেন আনন্দের জোয়ারে ভাসার উপলক্ষ। আজ ৩৬ বছর বয়সে পা দিলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম সকল ক্ষেত্রেই আজ সাকিব বন্দনা। জন্মদিনে সাকিবকে শুভেচ্ছা জানাতে ভোলেননি ভক্ত সমর্থকরা। তারকা অলরাউন্ডারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদেরও অনেকেই।
সাকিবের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দল কলকাতা নাইট রাইডার্স। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তারকা অলরাউন্ডারের একটি ছবি পোস্ট করে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দলটি লিখেছে, 'শুভ জন্মদিন সাকিব। দুর্দান্ত এক জন্মদিবসের জন্য শুভকামনা।'
২০১১ সালে প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করেন সাকিব। এরপর ৭ বছরে কলকাতার হয়ে খেলেছেন ৬ মৌসুমে। এই সময়ে কলকাতার দুই শিরোপা জয়ে বড় অবদান ছিল সাকিবের। ২০১৮-১৯ দুই মৌসুম হায়দ্রাবাদের হয়ে খেললেও ২০২১ সালে আবার কলকাতায় নাম লেখান সাকিব।
২০২২ সালে কোনো দলই দলে টানেনি বিশ্বসেরা অলরাউন্ডারকে। তবে আসন্ন মৌসুমের জন্য তাকে আবার দলে ভিড়িয়েছে কলকাতা। ভিত্তিমূল্য দেড় কোটি রূপিতে কলকাতার দলটিতে নাম লিখিয়েছেন তারকা এই অলরাউন্ডার।
ইতালির বিপক্ষে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে নেমেই দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিলেন হ্যারি কেইন।
নেপলসের দিয়েগো আরমান্দো মারাদোনা স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৩ মার্চ) দিবাগত রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে রেকর্ডটি গড়েন টটেনহ্যাম হটস্পারের এই ফরোয়ার্ড।
বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পিছিয়ে পড়া দলকে সফল স্পট কিকে সমতায় ফিরিয়েছিলেন কেইন। ৫৩ গোল নিয়ে স্পর্শ করেছিলেন ইংল্যান্ডের জার্সিতে রুনির রেকর্ড। পরে ওই ম্যাচে আরেকটি পেনাল্টি পায় ইংল্যান্ড, কিন্তু উড়িয়ে মারেন কেইন। ২-১ গোলে হেরে ছিটকে পড়ে তার দল।
এবার ইতালির বিপক্ষে পেনাল্টি পেয়ে আর ভুল করলেন না তিনি। ৪৪তম মিনিটে ডি-বক্সে ইতালির ডিফেন্ডার জিওভানি দি লরেন্সোর হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। নিখুঁত শটে ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড একার করে নেন কেইন।
আন্তর্জাতিক ফুটবলে ৮১ ম্যাচে ৫৪ গোল করলেন তিনি। ৫৩ গোল করতে রুনির লেগেছিল ১২০ ম্যাচ।
৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে কাতারে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ, প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানো এবং দীর্ঘ অপেক্ষা যেন বিশ্বকাপ জয়কে করেছে বেশ নাটকীয়। তাই উদ্যাপনটাও নেহাত কম হয়নি। তবে নিজেদের পরের বিশ্বকাপ জিততে এত অপেক্ষা করতে হবে না বলে বিশ্বাস মেসির।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের তিন মাস পেরিয়েছে। তবে উদ্যাপনের রেশ একটুও কমেনি। শুক্রবার (২৪ মার্চ) আবারও সেই উদ্যাপনে মাতল পুরো আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের পর প্রথম আন্তর্জাতিক ম্যাচে পানামাকে ২-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তিরা। আর তাতে লুসাইল স্টেডিয়ামের শিরোপা জয়ের উৎসবকে আবারও ফিরিয়ে এনেছে আর্জেন্টাইনরা।
কাতারের লুসাইলে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় শিরোপা ঘরে তোলার পর শুক্রবারই প্রথম তিন তারকাখচিত জার্সি গায়ে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। এমন ম্যাচে লিওনেল মেসির দুর্দান্ত গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টাইনরা। তবে এটা অন্য আর ৮-১০টা ম্যাচের মতোই মাঠ ছাড়া নয়। পানামার খেলোয়াড়রাও এদিন মেসির সঙ্গে লাইন বেঁধে ছবি তুলেছেন। গায়ের জার্সিতেই নিয়েছেন অটোগ্রাফ।
ম্যাচশেষে দর্শকদের সামনে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে দেখান মেসি। গ্যালারিভরা দর্শকও তাকে দাঁড়িয়ে অভিবাদন জানান। আবেগাপ্লুত মেসি জানান, সবসময় এ মুহূর্তটির স্বপ্ন দেখে এসেছেন তিনি, 'যে ভালোবাসা আপনারা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ জানাই। শুধু বিশ্বচ্যাম্পিয়ন হিসেবেই নয়, কোপা আমেরিকার জন্যও। বলেছিলাম সম্ভব সবকিছুই আমরা বিলিয়ে দেব। ব্যক্তিগতভাবে এই মুহূর্তটার স্বপ্ন আমি সবসময় দেখে এসেছি। আর্জেন্টিনায় ফিরে এসে দর্শকদের সঙ্গে উদ্যাপন করা, কোপা আমেরিকা, ফিনিলিসিমা আর সবচেয়ে বড় অর্জন–এই বিশ্বকাপটা সবার সামনে তুলে ধরা।’
মেসি বিশ্বকাপ খেলেছেন মোট পাঁচবার। এর মধ্যে ২০১৪ আসরে ফাইনালে উঠলেও হেরে যান জার্মানির কাছে। আট বছর পর এবার ট্রফি নিয়ে ফেরার পর মেসি স্মরণ করলেন পুরোনো সতীর্থদেরও, ‘আজ আমাদের দিন, চ্যাম্পিয়ন হিসেবে উৎসবের দিন। তবে এ সময়ে আমি তাদের ভুলে যেতে চাই না, যাদের সঙ্গে এর আগে খেলেছি। ওরাও এই ট্রফিটা জয়ের জন্য নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছিল। এই জার্সির জন্য নিজেদের সর্বস্ব ঢেলে দেয়ার কারণে তাদেরও স্বীকৃতি প্রাপ্য। পাশাপাশি আগের সব কোচকেও আমি ধন্যবাদ দিতে চাই। তারাও সর্বোচ্চ চেষ্টা করেছিলেন।’
কাতারে মেসিরা বিশ্বকাপ জেতার আগে আর্জেন্টিনা সবশেষ বিশ্বকাপ জিতেছিল ১৯৮৬ সালে। আর এবারের বিশ্বকাপটা জিততে বেশ কাঠখড়ও পোড়াতে হয়েছে আলবিসেলেস্তিদের। তবে নিজেদের পরের বিশ্বকাপ জিততে এত অপেক্ষা করতে হবে না বলে বিশ্বাস মেসির, ‘এই ট্রফিটা জিততে অনেক দীর্ঘ সময় লেগেছে। আমরা জানি না পরেরটা কবে জিতব। আশা করি অনেক বছর লাগবে না। এটা বোঝা গেছে যে, বিশ্বকাপ জেতাটা খুবই কঠিন। অনেক কিছুর ওপর নির্ভর করে। শুধু একটি ভালো দল থাকলেই হয় না, আরও অনেক কিছু পক্ষে থাকতে হয়। এখন সময় তিন তারকা উপভোগের।’
ক্রিকেটে বিমোহিত-বিমুগ্ধতা ছড়ানো এক নাম সাকিব আল হাসান। ক্রিকেটে অনবদ্য এক ক্যারিয়ার দিয়ে লাল-সবুজের পরিচিতি তিনি সারাবিশ্বে ছড়িয়ে দিয়েছেন। যার ফলে বাংলাদেশের নাম কদাচিৎ শুনতে পাওয়া মানুষও সাকিবের নাম উচ্চারণ করেন অনায়াসে।
মাগুরায় ১৯৮৭ সালের এই দিনে (২৪ মার্চ) জন্ম হওয়া বিশ্বসেরা এই অলরাউন্ডার আজ ৩৬তম বছরে পা দিয়েছেন।
বিকেএসপিতে ২০০৬ সালে সাকিবের হাতেখড়ি। এরপর মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পান তিনি। এরপরের পরিসংখ্যান তো কম-বেশি সবারই জানা। ২০১১ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানেও অধিনায়কত্বের আর্মব্যান্ডের ভার রয়েছে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ৩ ফরম্যাটেই সেরা অলরাউন্ডার হয়েছেন সাকিব।
তবে ২০১৯ বিশ্বকাপে ব্যাটে-বলে যা করে দেখিয়েছেন তা ছিলো অবিশ্বাস্য। রেকর্ডের পর রেকর্ড ভেঙেছেন, গড়েছেনও। মাঠের বাইরে নানা বিতর্ক আর সমালোচনাকে থোড়াই কেয়ার করেন তিনি। তবে মাঠের খেলায় তার সিরিয়াসনেসের কমতি নেই। ঘরের মাঠে তার নেতৃত্বে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ।
একইসঙ্গে টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নদের ঐতিহাসিক হোয়াইটওয়াশ করেছেন সামনে থেকে নেতৃত্ব দিয়ে। কেবল দেশের হয়েই নন, সাকিব বিদেশী সব ফ্র্যাঞ্চাইজি আসরেও তার দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চলেছেন। যার কল্যাণে স্লোগান উঠেছে ‘বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, সাকিব আল হাসান।’ সাকিব আল হাসানের গণ্ডি শুধুমাত্র ক্রিকেটেই সীমাবদ্ধ নয়। বাইরের নানা সম্পৃক্ততায়ও সফল সাকিব। বিজ্ঞাপনের মডেল থেকে উদ্যোক্তা, চ্যারিটিতেও সুনাম কুড়িয়েছেন। গড়েছেন নিজের নামে ক্রিকেট একাডেমি।
নিজের ৩৬তম জন্মদিনেও সাকিব অনন্য এক উদ্যোগ নিয়েছেন। এদিন ‘সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি।