The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২

ওইসব দিকে মনোযোগ দেবেন না: প্রভা

ওইসব দিকে মনোযোগ দেবেন না: প্রভা
ফাইল ছবি

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দীর্ঘ ক্যারিয়ারে নানা ঘটনা, বিতর্ক থাকলেও তাকে ঘিরে ভক্তদের আগ্রহের কমতি নেই। বর্তমানে পর্দায় নিয়মিত মুখ না হলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব প্রভা। প্রায় ইনস্টগ্রাম স্টোরিতে নিজের অনুভূতি শেয়ার করেন তিনি। শেয়ার করেন নিজের সমসাময়িক বিভিন্ন ছবি।

সম্প্রতি ইন্সটাগ্রামে একটি স্টোরি নজরে পড়ে ভক্তদের। তিনি ছবির সঙ্গে একটি ইংরেজিতে লেখা পোস্ট করেছেন।

যার বাংলা অর্থে প্রভা লিখেছেন, সত্য হলো এমন, কিছু মানুষ রয়েছে যারা আপনি ভালো কাজ করলেও ঘৃণা করবে, না করলেও আপনাকে ঘৃণা করবে।

তিনি আরও লিখেছেন, যাই হোক না কেন, ওই সব দিকে মনোযোগ দেবেন না। এই ধরনের মানুষের সম্মুখীন হওয়ার ক্ষেত্রে আপনি একা নন। মনে রাখবেন, নিচু মানুষ নিজেকে বড় করার জন্য অন্যকে নিচে ফেলে দেয়।

প্রসঙ্গত, সাদিয়া জাহান প্রভার জীবনেও নানা রকমের ধকল গেছে। মডেলিং ও অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও মাঝপথে তাকে থামতে হয়েছিল। এরপর নিজের মানসিকতা ধীরে ধীরে পাল্টে নতুনভাবে নিজেকে গড়ে তোলেন। এখন তিনি নিয়মিত অভিনয় করছেন নাটকপাড়ায়।


নামাজের সময়সূচী

মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
Masjid
ফজর ৪:৪৮
জোহর ১১:৪২
আসর ৪:১৩
মাগরিব ৫:১৯
ইশা ৬:৩১
সূর্যোদয় ৬:০৫
সূর্যাস্ত ৫:১৯