পাঁচ বছর আগের ছবি দিয়ে কী বোঝাতে চাইছে, বুবলীই জানে: শাকিব

কয়েক দিন আগে শবনম বুবলী ফেসবুকে শাকিব খানের সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করেন। ক্যাপশনে জানিয়েছিলেন, তাকে ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন তাজমহল দেখাতে নিয়ে গিয়েছিলেন শাকিব।
ছবিটি নিয়ে এবার মুখ খুললেন শাকিব। জানালেন, সম্রাট শাহজাহান ও মতাজের শোবার ঘরে তোলা ওই ছবির পিছনের গল্প। পাঁচ বছর আগের ছবি পোস্ট করে বুবলী কী বোঝাতে চাইছেন, তা নিয়েও করলেন সন্দেহ পোষণ।
এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাকিব বলেন, “ছবিটি বেশ কয়েক বছর আগের। ‘নাকাব’ সিনেমার শুটিং সময়ের। ২০১৮ সালের শুরুর দিকে ‘নাকাব সিনেমার শুটিং করছিলাম। কপিরাইট ইস্যু নিয়ে তিন সপ্তাহ শুটিং বন্ধ থাকায় আমিও অবসর পাই। সেই সময়ে ব্যক্তিজীবন নিয়ে আমি বেশ টানাপোড়েনে ছিলাম। তাই আজমির শরিফ ঘুরে আসার পরিকল্পনা করি। বুবলীর সঙ্গে যেহেতু তখন যোগাযোগ হতো, একটা সম্পর্ক ছিল, সে আমাকে অনুরোধ করেছিল তাকে নিয়ে যেতে। যেহেতু আজমির শরিফে যাওয়ার পথে আগ্রার তাজমহল, সেই সুযোগে সেখানেও ঘুরে আসা হয়। ছবিটি তখনই তোলা, তা-ও প্রায় বছর পাঁচেক হবে। পাঁচ বছর আগের এই ছবি পোস্ট করে বুবলী কী বোঝাতে চাইছে, তা সে নিজেই ভালো জানে।”
সোমবার (২১ নভেম্বর) শাকিবের সঙ্গে তোলা ছবিটি প্রকাশ করেন বুবলী। ক্যাপশনে তিনি জুড়ে দেন, ‘যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এটি সম্রাট শাহজাহান ও মমতাজের শোবার ঘর। বিয়ের পর শুটিংয়ে দুজনেই খুব ব্যস্ত ছিলাম কিন্তু তার ফাঁকেও খুব অল্প সময়ের জন্য ভারতের উত্তর প্রদেশে আগ্রায় অবস্থিত ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন তাজমহল দেখাতে নিয়ে গিয়েছিলেন উনি আমাকে। খুব প্রিয় একটি ছবি আমার।’
শাকিব-বুবলীর সম্পর্ক একেবারে খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। পুরোনো হলেও এমন সময় এ ছবি দেখে অনেকে ভাবছিলেন, ফের কাছে এসেছেন তারা। ঠিক তখন শাকিব জানালেন, ভালোবাসার তাগিদে নয় বুবলীর অনুরোধ রাখতেই তাজমহলে গিয়েছিলেন শাকিব।