এবার ব্রাজিল ভক্তদের জন্য হিরো আলমের গান (ভিডিও)
অভিনয়, গান, প্রযোজনা, স্টেজ শো—সব মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন বগুড়ার ছেলে আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।
সম্প্রতি আবারও তিনি নতুন একটি মিউজিক ভিডিও নিয়ে আসছেন তার ভক্তদের জন্য। চলমান ফুটবল বিশ্বকাপ ঘিরে এর মধ্যেই বিশ্বব্যাপী শুরু হয়েছে উন্মাদনা। সেই উন্মাদনা আরেকটু বাড়াতে আসছেন আলোচিত ইউটিউবার হিরো আলম।
বিশ্বকাপে এবার ব্রাজিলিয়ান ভক্তদের মাতাতে গাইবেন তিনি নতুন গান। রোববার (২৭ নভেম্বর) তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন গানটির টিজার। ২৮ নভেম্বর পুরো গানটি প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি।
এর আগে আর্জেন্টিনার ভক্তদের জন্য গেয়েছেন ‘জিতবে এবার আর্জেন্টিনা’ শিরোনামের গান। গানটির কথা ও সুর যৌথভাবে করেছেন হিরো আলম ও এফ এ প্রীতম।