ছেলের সঙ্গে গোল উদ্যাপন অস্ট্রেলিয়ার খেলোয়াড়ের

প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ৪-১ গোলে হারের পর দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল অস্ট্রেলিয়ার। তবে তিউনিসিয়ার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে খেলতে নেমে ১-০ গোলে জয় পেয়েছে সকারুসরা।
এই ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে একমাত্র গোলটি করেন মিচেল ডিউক। গোল করেই ছেলের কাছে গিয়ে গোল উদ্যাপন করেন ডিউক। বাবার উদ্যাপনে ছেলেও একই অঙ্গভঙ্গি দেখান, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে শুরু থেকেই এগিয়ে ছিল তিউনিসিয়া। অবশ্য পুরো ম্যাচেই আধিপত্য দেখিয়েছে তারা। তবে ম্যাচের ২৩ মিনিটে দুর্দান্ত এক হেডে গোল করে দলকে এগিয়ে দেন ডিউক। তার সেই এক গোলেই জয় পায় সকারুসরা।
গোল করেই গ্যালারির দিকে ছুটে যান ডিউক। গ্যালারিতে গিয়ে তিনি আঙুল দিয়ে ছেলের নামের আদ্যক্ষর ইংরেজি ‘জে’ অক্ষরটি দেখাচ্ছিলেন। গ্যালারিতে থাকা ছোট্ট জ্যাকসনও এ সময় তার দুই হাতের আঙুল দিয়ে একইভাবে উদ্যাপন করে। এদিন ডিউকের পুরো পরিবারই গ্যালারিতে বসে খেলা দেখেছিল।
ম্যাচ শেষে ডিউক বলেন, ‘গোলটি নিয়ে কিছু বলার ভাষা পাচ্ছি না। জীবনে সেরা অনুভূতি হচ্ছে। তবে এখনই উচ্ছ্বাসে ভেসে যেতে চাই না।’
গ্রুপ 'ডি' এ এই ম্যাচে জয় পাওয়ায় টেবিলের দুই নম্বরে উঠে এসেছে অস্ট্রেলিয়া। তাদের পরের ম্যাচ ৩০ নভেম্বর ডেনমার্কের বিপক্ষে।