হারানো ফোন নিয়ে ‘দুঃশ্চিন্তা বাড়ছে’ রুমিন ফারহানার

কুমিল্লা শহরের টাউন হল মাঠে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনাটি ‘অস্বাভাবিক’ হিসেবে দেখছেন বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।
গত শনিবার বিএনপির সমাবেশের আগের রাতে সমাবেশস্থলে মোবাইল ফোন হারানোর কথা জানান তিনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রুমিন ফারহানা।
তিনি বলেন, ‘আমার ব্যাগে দুটি মোবাইল ফোন ছিল। যদি চোর হতো তাহলে দুটি ফোনই নিয়ে যেত এবং সেই সঙ্গে ৭ হাজারের মতো টাকাও ছিল, সেটাও নিতে পারত। কিন্তু দেখলাম শুধু আমার যে ফোনে নানা রকম তথ্য ছিল সেটাই নেওয়া হয়েছে। একে আমি স্বাভাবিক বলে মেনে নিতে পারছি না।’
গত শনিবার বিএনপির বিভাগীয় সমাবেশ ছিল কুমিল্লা টাউন হল মাঠে। অন্যান্য বিভাগের মতো কুমিল্লাতেও দুই দিন আগে থেকে নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত হওয়ায় নির্ধারিত সময়ের আগে লোকে-লোকারণ্য হয়ে যায় কুমিল্লা। এমন ভিড়ের মধ্যে গিয়েই শুক্রবার রাতে ফোন হারান সংসদ সদস্য রুমিন ফারহানা।
কুমিল্লার কোতোয়ালি মডেল থানা সূত্র জানিয়েছে, সমাবেশের পর থেকে রোববার রাত ৯টা পর্যন্ত থানায় ৭১ জন সাধারণ ডায়েরি করেছেন। তাদের মধ্যে রুমিন ফারহানা ছাড়াও সমাবেশে যোগ দেওয়া চিত্রনায়ক হেলাল খানও রয়েছেন। তবে এখনও তাদের ফোনের কোনো খোঁজ মেলেনি।
যেভাবে খোয়া গেছে রুমিন ফারহানার ফোন
কীভাবে ফোন হারিয়েছেন সে বিষয়েও কথা বলেছেন রুমিন ফারহানা। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, সমাবেশের আগে গত শুক্রবার রাত ৯টার দিকে তিনি সমাবেশস্থলে যান। তার কথায়, তখনই সেখানে মিনি সমাবেশ শুরু হয়ে গেছে। অসংখ্য মানুষ ছিলেন সেখানে।
রুমিন বলেন, ‘আমি হাত তুলে সবাইকে শান্ত করেছি। তারপর আমি কথা বলতে শুরু করেছিলাম। আমি যখন বক্তব্য দিচ্ছিলাম তখন আমার ব্যাগ ছিল পিএসের কাছে। আমি বক্তব্য শেষ করতেই আমার পিএস জানান, আমার ব্যাগ টান দিয়ে ধরা হয়েছিল। আমি বিষয়টি নিয়ে তখন কোনো পাত্তা দিইনি। এরপর যখন গাড়িতে উঠছি তখন ব্যাগ খুলে দেখি আমার দুটি মুঠোফোনের একটিও নেই।’
রুমিন ফারহানা জানান, তার ব্যাগে দুটি আইফোন ছিল। এর মধ্যে একটি শুধু কথা বলার জন্য ব্যবহার করতেন, অন্যটিতে ডেটা ব্যবহার করা হতো।
রুমিন ফারহানা বলেন, ‘দেখলাম, দুটি ফোনের কোনোটাই নেই। এরপর যে ফোনে শুধু কথা বলি, সেটা মাঠে পাওয়া গেল। কিন্তু যেটার ভেতরে আমার নানা তথ্য, ছবি, নথি রাখতাম সেটাই খোয়া গেল। সত্যি বলতে আমার পুরো অফিস ছিল ওই ফোনটাতে। আমি একে স্বাভাবিক বলে মনে করছি না।’
কী কারণে ফোন হারানোর বিষয়টি স্বাভাবিক মনে করছেন না সে বিষয়েও কথা বলেন রুমিন ফারহানা। তিনি বলেন, ‘বিষয়টি খুব অস্বাভাবিক এজন্যই যে আমার ব্যাগে দুটি মুঠোফোন ছিল। যদি চোর হতো তাহলে দুটি ফোনই নিয়ে যেত এবং সেই সঙ্গে সাত হাজারের মতো টাকাও ছিল, সেটাও সে নিতে পারত। কিন্তু দেখলাম শুধু আমার যে ফোনে নানা রকম তথ্য ছিল সেটাই নেওয়া হয়েছে। একে আমি কখনোই স্বাভাবিক বলে মেনে নিতে পারছি না।’