বিএনপি শীতের পাখির মতো: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘শীতকালে যেমন সাইবেরিয়া থেকে শীতের পাখিরা এসে আমাদের এখানে ধান খেয়ে মোটাতাজা হয়ে চলে যায়, বিএনপি ওই শীতের পাখির মতো। পাঁচ বছর খবর নেই, নির্বাচন যখন আসে তখন শীতের পাখির মতো আসে। এই শীতের পাখিদের আর সুযোগ দেওয়া যাবে না। এখন সমাবেশের নামে পিকনিক পার্টি করছে বিএনপি।’
হাছান মাহমুদ বলেন, ‘বর্ষাকালে বৃষ্টি হলে পুকুরে কিছু মাছ লাফালাফি শুরু করে। পুকুরের বড় মাছগুলো কিন্তু লাফালাফি করে না। লাফালাফি করে পুঁটি মাছ। বিএনপি পুঁটি মাছের মতো লাফালাফি করছে। মনে রাখতে হবে, পুকুরে বোয়াল মাছ থাকে। বোয়াল কিন্তু পুঁটি মাছকে খেয়ে ফেলবে।’
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, হিমালয় ও সাইবেরিয়া থেকে শীতের সময় কিছু পাখি বাংলাদেশে আসে। তারা বাংলাদেশে এসে এ দেশের ফসল খেয়ে আবার চলে যায়। তেমনি বিএনপিও শীতের পাখির মতো। বিএনপি সমাবেশের নামে পিকনিক পার্টি করছে। তারা তো কোনো ধরনের সমাবেশ করছে না। কুমিল্লায় সমাবেশের তিন দিন আগে থেকে তাদের নেতা-কর্মীরা সেখানে পিকনিক শুরু করে দিয়েছিল। কুমিল্লায় সমাবেশে ১০০ গরু জবাই করে পিকনিক খেয়েছে।
তিনি আরও বলেন, পরশুদিন কুমিল্লায় সমাবেশে বিএনপির সাবেক মেয়র সাক্কু বলেছেন, 'আমার ৭৩টি ফ্ল্যাট নেতা-কর্মীদের জন্য বরাদ্দ রেখেছি। এই ফ্ল্যাটগুলোতে সমাবেশে আসা নেতা-কর্মীরা থাকবেন'। বর্ষাকালে বৃষ্টি হলে পুকুরে কিছু মাছ লাফালাফি শুরু করে। পুকুরে কিন্তু বড় মাছ লাফালাফি করে না। লাফালাফি করে পুঁটি মাছ। বিএনপিও তেমনি পুঁটি মাছের মতো লাফালাফি করছে। কিন্তু মনে রাখতে হবে পুকুরে বোয়াল মাছ থাকে। বোয়াল মাছ কিন্তু পুঁটি মাছকে খেয়ে ফেলবে।
দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সম্মেনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন। বরেণ্য অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান।
এ ছাড়া সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাড. সফুরা বেগম রুমি, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, সাবেক মন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী, সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, সংসদ সদস্য শিবলী সাদিক এবং সংসদ সদস্য অ্যাড. জাকিয়া তাবাসসুম জুই।