মির্জা ফখরুলের বাবা কুখ্যাত রাজাকার ছিল: নৌপ্রতিমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবার আনন্দ-উল্লাসে মেতে উঠেছিল বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, এই সেই মির্জা ফখরুল যার বাবা একজন কুখ্যাত রাজাকার ছিল। ৭৫'র ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তারা উল্লাসে নৃত্য করেছিল। বাংলাদেশ যখন এগিয়ে যায় তখন মির্জা ফখরুলদের গাত্রদাহ শুরু হয়। এদের দায়িত্বই হচ্ছে দেশকে পিছিয়ে দেওয়া। এই সরকার ও রাষ্ট্রের সুবিধাভোগী যারা তাদের বিশেষ সজাগ ও সতর্ক থাকতে হবে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দিনাজপুরের বিরল উপজেলায় উপজেলা পরিষদ কমপ্লেক্স রুমে আশ্রয়ণ প্রকল্প-২ টাক্স ফোর্স কমিটির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশ যখন এগিয়ে যায় তখন মির্জা ফখরুলদের গাত্রদাহ শুরু হয়। এদের দায়িত্বই হচ্ছে বাংলাদেশকে পিছিয়ে দেওয়া।
এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের জনগণ নৌকায় ভোট দিয়েছিল বলেই আজকের এই উন্নয়ন সম্ভব হয়েছে। বিশ্ব ব্যাংক আজ বাংলাদেশের উন্নতি দেখে প্রশংসা করছে। আগামীতে বাংলাদেশের উন্নয়নে তারা আর্থিক সহায়তা অব্যাহত রাখবে বলে কথা দিয়েছে। যারা সংখ্যালঘুদের ওপর নির্যাতন করেছে, হাওয়া ভবন তৈরি করেছে তাদের মুখে গণতন্ত্রের মুখে কথা শোভা পায় না।
বিরল উপজেলার নির্বাহী কর্মকর্তা আফসানা কাউসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মুস্তাফিজুর রহমান বাবু, বিরল পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, জেলা পরিষদের সদস্য মোশাররফ হোসেন, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা ওয়াজেদ আলী প্রমুখ।