রাজধানীর বিভিন্ন এলাকায় নির্ধারিত সময়ে কবর সংরক্ষণের জন্য ফি বাড়িয়ে একটি তালিকা প্রকাশ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। তালিকার নতুন ফি অনুযায়ী বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবর সংরক্ষণে গুনতে হবে সর্বোচ্চ দেড় কোটি টাকা।
সম্প্রতি ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মাহে আলমের স্বাক্ষরিত ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের কবরস্থানগুলোর নীতিমালা ২০২২’-এ এই বর্ধিত ফির তালিকা দেয়া হয়। এতে মেয়াদ ও কবরস্থানভেদে এই ফি বেড়েছে সর্বনিম্ন ৪ লাখ টাকা, সর্বোচ্চ ১ কোটি ৩৫ লাখ টাকা।
ডিএনসিসির নতুন তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি ফি বাড়ানো হয়েছে বনানী কবরস্থানে। ২০১৮ সালের নীতিমালা অনুযায়ী, এই কবরস্থানে ১৫ বছর মেয়াদে কবর সংরক্ষণের ফি ছিল আট লাখ টাকা। নতুন তালিকায় তা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক কোটি টাকা। অর্থাৎ বনানীতে ১৫ বছরের জন্য কবর সংরক্ষণের ফি আগের চেয়ে ৯২ লাখ টাকা বাড়ানো হয়েছে। একই কবরস্থানে ২৫ বছরের জন্য কবর সংরক্ষণ করতে চাইলে এখন ফি দিতে হবে দেড় কোটি টাকা, আগে এই ফি ছিল ১৫ লাখ টাকা। এ ক্ষেত্রে ফি বেড়েছে প্রায় ১০ গুণ।
বনানী কবরস্থান বাদেও ঢাকা উত্তর সিটিতে আরও পাঁচটি কবরস্থান আছে। কবরস্থানগুলো হলো- উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থান, উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থান, উত্তরা ১৪ নম্বর সেক্টর কবরস্থান, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এবং রায়েরবাজার স্মৃতিসৌধসংলগ্ন কবরস্থান। এর মধ্যে উত্তরা ১৪ নম্বর সেক্টরের কবরস্থানটি নতুন। আগে কবরস্থানটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নিয়ন্ত্রণে ছিল।
নতুন তালিকা অনুযায়ী, ১৫ বছরের জন্য উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থানে কোনো কবর সংরক্ষণ করতে চাইলে ৭৫ লাখ টাকা ফি দিতে হবে, আগে এই ফি ছিল ৮ লাখ টাকা। আর ২৫ বছরের জন্য কবর সংরক্ষণ ফি ১৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ১ কোটি টাকা করা হয়েছে।
এ ছাড়া উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থানে ১৫ বছরের জন্য কবর সংরক্ষণের ফি ৬ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫০ লাখ টাকা করা হয়েছে। আর ২৫ বছরের জন্য কবর সংরক্ষণ ফি ৭৫ লাখ টাকা, আগে ছিল ১১ লাখ টাকা।
উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থানে ১৫ বছরের জন্য কবর সংরক্ষণের ফি নির্ধারণ করা হয়েছে ৩০ লাখ টাকা। আর ২৫ বছরের জন্য কবর সংরক্ষণ ফি ৫০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
একইভাবে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আগে ১৫ বছরের জন্য একেকটি কবর সংরক্ষণে ছয় লাখ টাকা লাগত। এখন এই ফি বাড়িয়ে করা হয়েছে ২০ লাখ টাকা। আর ২৫ বছরের জন্য একেকটি কবর সংরক্ষণে গুনতে হবে ৩০ লাখ টাকা, আগে ছিল ১১ লাখ টাকা।
আর রায়েরবাজারসংলগ্ন কবরস্থানে ১৫ বছরের জন্য একেকটি কবর সংরক্ষণে এখন লাগবে ১০ লাখ টাকা, আগে যা ছিল ৬ লাখ টাকা। আর ২৫ বছরের জন্য একেকটি কবর সংরক্ষণে গুনতে হবে ১৫ লাখ টাকা, আগে ছিল ১১ লাখ টাকা।
ঢাকা উত্তর সিটির কবরস্থানে সাধারণ কবর দিতে নিবন্ধন ফি আগের মতো ৫০০ টাকা রয়েছে। দুস্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষের ক্ষেত্রে এই ফি ১০০ টাকা রাখার ঘোষণা দিয়েছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।
অতিরিক্ত ফি বাড়ানোর বিষয়ে ঢাকা উত্তর সিটির সমাজকল্যাণ কর্মকর্তা এবং কবর মেয়াদি সংরক্ষণ ও পাকাকরণসংক্রান্ত কমিটির সদস্যসচিব মুজাহিদ আল সাফিদ সংবাদমাধ্যমকে বলেন, নতুন করে ফি বাড়ানোর কারণ হলো সাধারণ মানুষকে কবর সংরক্ষণে নিরুৎসাহিত করা। অনেকেই কবর সংরক্ষণ করতে চান কিন্তু রাজধানীর কবরস্থানে জায়গা নেই।
তিনি আরও বলেন, ১৫ বছর ও ২৫ বছর মেয়াদে কবর সংরক্ষণের জন্য এখন দেড় শতাধিক আবেদন জমা পড়েছে। নীতিমালা সংস্কারের জন্য এত দিন অনুমতি দেওয়া বন্ধ ছিল। এখন নতুন নীতিমালা হয়েছে। তাই বর্ধিত ফি–তে কবর সংরক্ষণের অনুমতি দেয়া হবে।-সময় নিউজ।