আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার স্টোকস

ব্যাট-বলে অলরাউন্ড পারফর্মেন্সে ২০২২ সালের সেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে জাতীয় দল সতীর্থ জনি বেয়ারস্টোকে পেছনে ফেলেছেন এ ক্রিকেটার।
গত বছর ১৫টি টেস্ট খেলেছেন স্টোকস। ইংল্যান্ডের অধিনায়ক ব্যাট হাতে ৮৭০ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ২৬টি উইকেট। ৮৭০ রান করতে স্টোকস চারটি হাফ সেঞ্চুরির পাশাপাশি করেছেন দুটি সেঞ্চুরিও।
বল হাতে এই অলরাউন্ডারের গড় ছিল মাত্র ৩১.১৯। নেতৃত্বের দিক থেকেও বছরটা দারুণ গেছে স্টোকসের। ২০২২ সালেই ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক হন তিনি। কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে দলের খোলনলচেও বদলে দিয়েছেন তিনি।
ইংল্যান্ডের আগ্রাসী ক্রিকেটে ভূমিকা রাখা জনি বেয়ারস্টোও এই ফরম্যাটে বর্ষসেরা হওয়ার মনোনয়ন পান। গত বছর আগ্রাসী ব্যাটিংয়ে ১০ ম্যাচে এক হাজার ৬১ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটার। যেখানে তার গড় ছিল ৬৬.৩১ এবং স্ট্রাইক রেট ছিল ৭৬। মোট ছয়টি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি ছিল তার।
গত বছর বেয়ারস্টোর চাইতে বেশি রান করেন কেবল খাওয়াজা। ১১ ম্যাচে এক হাজার ৮০ রান করেছেন অস্ট্রেলিয়ার এই টপ অর্ডার ব্যাটার। গড় ৬৭.৫০। সেঞ্চুরি ছিল চারটি এবং হাফ সেঞ্চুরি পাঁচটি।
গত বছর টেস্ট ক্রিকেটে তেমন ভালো সময় কাটায়নি সাউথ আফ্রিকা। যদিও বল হাতে উজ্জ্বল ছিলেন রাবাদা। ৯ ম্যাচে ৪৭ উইকেট নিয়েছেন এই পেসার। পাঁচ উইকেট পেয়েছেন দুবার করে। স্ট্রাইক রেট ছিল ৩৪.১। বেয়ারস্টো, খাওয়াজার পাশাপাশি মনোনয়ন পেয়েছিলেন তিনিও।