মির্জাগঞ্জে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে এক গৃহবধূকে ধর্ষনের চেষ্টার অভিযোগে ইউপি সদস্য
মো. মাসুদ খানকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং সুন্দ্রাকালিকাপুর গ্রামের মৃত জয়নাল খানের ছেলে।
শুক্রবার (২৭ জানুয়ারি) এ ঘটনায় একই গ্রামের ভুক্তভোগী গৃহবধূ (২৮) মির্জাগঞ্জ থানায় ওই ইউপি সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা যায়, বিভিন্ন সময়ে গৃহবধূকে কু-প্রস্তাব দিয়ে আসছিল মাসুদ। গত বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে গৃহবধূর মামাতো বোনের বিদেশ যাওয়ার পুলিশ ক্লিয়ারেন্সের কাগজ নিয়ে তার বসত ঘরের সামনে আসিয়া ঘরের দরজা খুলত বলে। দরজা খোলার পরে ভিতরে প্রবেশ করে হঠাৎ দরজা বন্ধ করে কু-প্রস্তাব দেয়।
এতে রাজি না হলে মাসুদ ক্ষিপ্ত হয়ে মুখ চেপে খাটের উপর ফেলে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে পরিধেয়র পোশাক খুলে জোড়পূর্বক ধর্ষনের চেষ্টা করে। গৃহবধূ কোন রকম মুখের উপর থেকে হাত সড়িয়ে ডাক-চিৎকার করিলে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে এবং পুলিশকে জানান।সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত ইউপি সদস্যকে আটক করে থানায় নিয়ে যায়।
মির্জাগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। আটককৃতকে আদালতে পাঠানো হয়েছে।