বাবুগঞ্জে দুই নারী হত্যার ঘটনায় মামলা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার ২নং কেদারপুর ইউনিয়নের (৮নংওয়ার্ড) দক্ষিণ ভূতেরদিয়া গ্রামে গৃহবধূ রিপা আক্তার ও তার দাদী শাশুড়ী লালমুন্নেছা বেগম হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার রাতে নিহত গৃহবধুর পিতা মো. শাহজাহান খান বাদী হয়ে বাবুগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বাবুগঞ্জ থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেছেন, সন্দেহভাজনদের বিশেষ নজরদারীতে রাখা হয়েছে। তারই ধারাবাহিকতায় বাহেরচর হাসপাতালে অসুস্থ গৃহবধূর শাশুড়ী মোসা. মিনারা বেগম এবং গৃহবধুর স্বামী মো. সোলায়মানকে থানা পুলিশের বিশেষ নজরদারীতে রাখা হয়েছে। এছাড়াও তিনি আরও জানান রহস্যজনক দুই নারী হত্যার ঘটনা উৎঘাটনে পুলিশের একাধিক বিশেষ টিম অভিযান চালাচ্ছে।
উল্লেখ্য, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কেদারপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন দক্ষিণ ভূতেরদিয়া গ্রামের প্রয়াত ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন খন্দকারের নিজ ঘরে নিহত হন গৃহবধু রিপা আক্তার ও দাদী শাশুড়ী লালমুন্নেছা বেগম।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত দুই নারীর লাশ সুরাতহাল না হওয়ায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে আছে। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে র মর্গে থাকায় ওই দুই নারীর লাশ এখন পর্যন্ত দাফন সম্পন্ন হয়নি।