মন্ত্রী হয়েই পিসিবির বিরুদ্ধে স্বজনপ্রীতির তোপ দাগলেন ওয়াহাব
.jpg)
দুই বছরের বেশির সময় হলো পাকিস্তানের ক্রিকেট দলের হয়ে খেলার সুযোগ পাননি ওয়াহাব রিয়াজ। এর মধ্যেই পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ৩৭ বছর বয়সী এই পেসার। বিপিএল শেষে দেশে ফিরে শপথ নেবেন তিনি।
এ উপলক্ষে ‘ক্রিকেট পাকিস্তান’কে একটি সাক্ষাৎকারও দিয়েছেন ওয়াহাব। আর সেখানেই মুখ খুলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তৎকালীন চেয়ারম্যান রমিজ রাজা ও প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিমের বিরুদ্ধে।
আগামী অক্টোবর–নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ দিয়ে পাকিস্তান দলে ফিরতে মরিয়া ওয়াহাব। পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল হকের উদাহরণ টেনে ওয়াহাব বলেছেন, ‘স্বজনপ্রীতির একটা সীমা থাকা উচিত।
বয়স বেশির অজুহাত দেওয়াটা ঠিক নয়। বয়সই যদি এত গুরুত্বপূর্ণ হয়, তাহলে নিয়মটা সবার জন্যই সমান হওয়া উচিত। মিসবাহ ভাইয়ের কথাই ধরুন, তিনি ৪০ বছরের বেশি বয়সেও খেলেছেন। আমার মতে, ৩০ বছরের পর একজন ক্রিকেটার নিজের সেরা সময়ের দেখা পায়।’
তিনি বলেন,‘ল্যাপটপকেন্দ্রিক প্রধান নির্বাচকের (মোহাম্মদ ওয়াসিম) দল বাছাই ভালো হয়নি। শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, সরফরাজ আহমেদদের মতো খেলোয়াড়দের বাদ দেওয়ার পেছনে সঠিক যুক্তি নেই। ২০২১ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে শোয়েব ও ইমাদ ভালো করেছে। অস্ট্রেলিয়ায় ২০২২ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে তাদের দলের বাইরে রাখা হলো? ওদের ভুলটা কী?’
তিনি আরও বলেন, ‘আমি জানি, রমিজ রাজা চূড়ান্ত ক্ষমতার অধিকারী ছিলেন। আর প্রধান নির্বাচক আমাদের (খেলোয়াড়) সঙ্গে কথা বলতে দায়বদ্ধ। কিন্তু আমাদের সংস্কৃতিতে সব কথা মেনে চলতে পারলেই শুধু তার সঙ্গে যোগাযোগটা থাকে। যারা নিজেদের অবস্থানের পক্ষে শক্তভাবে দাঁড়াতে পারে, তাদের সঙ্গে যোগাযোগ করা হয় না।’
২০২০ সালে পাকিস্তানের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ওয়াহাব। সে বছর দুটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টিতে ভালো খেলেও দল থেকে বাদ পড়েন।