এখনকার হিন্দি গান শোনার যোগ্য নয়: কুমার শানু
.jpg)
ভারতীয় হিন্দি সিনেমার গানের মান নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করলেন নব্বই দশকের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার শানু। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এখনকার হিন্দি গান শোনার যোগ্য নয় বলে মন্তব্য করেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের নেওয়া সাক্ষাৎকারটিতে কুমার শানুর কাছে জানতে চাওয়া হয় তিনি কী ধরনের গান শুনতে পছন্দ করেন। উত্তরে তিনি যে গানগুলো শুনতে অপছন্দ করেন তাও জানান।
কুমার শানু বলেন, ‘আমি লতা মুঙ্গেশকর, কিশোর কুমার, মোহাম্মদ রফির পুরনো গান শুনি। কিছু ইংরেজি গানও শুনি। তবে আমি নিজের গান শুনি না। আর এখন যে সব হিন্দি গান হয় এগুলো শোনার যোগ্য নয়।’
হিন্দি গানের কাজের ধরন পরিবর্তিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখন গানের মধ্যে অভিনেতা, প্রযোজক, পরিচালক সবাই হস্তক্ষেপ করে। তারা মিউজিক কম্পোজারকে বলে, ‘তুমি শুধু গানটা বানাও, বাকিটা আমরা করব।’ আগে পরিবেশটা এ রকম ছিল না। আজ পর্যন্ত যত গান রেকর্ড করেছি, কোনোদিন অভিনেতা-অভিনেত্রীরা আমার রেকর্ডিং রুমে এসে নাক গলায়নি। তখন সকলের একে-অপরের ওপর বিশ্বাস ছিল।’
কুমার শানু বলেন, ‘নাদিম-শ্রাবণ যদি গান তৈরি করেন তবে তা ভালো হবে। যদি কুমার শানু তাতে কণ্ঠ দেন কাজটি ভালো হবে। আগের এই আত্মবিশ্বাস এখন নেই। নাক গলানোটা আজকাল একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখন একটি গান ৮-১০ জন গায়ককে গাইতে হয়। কার কণ্ঠ ভালো, কার গানটি সিনেমা রাখা হবে তা কেউ জানে না। এমন পরিস্থিতিতে নিজেকে গায়ক হিসেবে প্রমাণ করা কঠিন।’
গায়ক হিসেবে প্রায় ৩৫ বছরের ক্যারিয়ার কুমার শানুর। একের পর এক সুপারহিট হিন্দি গান গেয়েছেন তিনি। যতীন-ললিত, অনু মালিক, নাদিম-শ্রাবণ থেকে শুরু করে রাজেশ রোশনের মতো তাবড় মিউজিক কম্পোজারদের সঙ্গে কাজ করেছেন। এমন গায়কের মুখে হিন্দি গান নিয়ে নেতিবাচক মন্তব্য শুনে শ্রোতারা একটু হতাশই বটে