আই অ্যাম ব্যাক: ডোনাল্ড ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন একাধিক সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ ছিলেন। অবশ্য গত বছরই সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ফেসবুক ও টুইটারসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া।
তবে নিষেধাজ্ঞা উঠলেও নিজের সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ সোশ্যাল’ নিয়েই ছিলেন ট্রাম্প। সমর্থকদের মধ্যে জল্পনা-কল্পনা চলছিল যে, তিনি আর টুইটার কিংবা ফেসবুকে নাও ফিরতে পারেন। এর মধ্যেই চমক দেখালেন আলোচিত ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম এনপিআর জানিয়েছে, দুই বছরেরও বেশি সময় পর শুক্রবার ফেসবুকে পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন, ‘আই এম ব্যাক (আমি ফিরে এসেছি)।
পোস্টের সঙ্গে ১২ সেকেন্ডের একটি ভিডিও জুড়ে দিয়েছেন তিনি। ভিডিওটি ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময়কার সিএনএনের। যেখানে সমর্থকদের অপেক্ষায় রাখায় জন্য তাকে ক্ষমা চাইতে শোনা যায়।
এর আগে ডোনাল্ড ট্রাম্পকে নিষেধাজ্ঞার সময় ফেসবুক বলেছিল, ট্রাম্পের আচরণ ছিল সংস্থাটির নিয়মকানুনের চরম লঙ্ঘন। যদিও ট্রাম্প দাবি করেছিলেন, ফেসবুকের এই পদক্ষেপ সেই কোটি কোটি মানুষকে অপমান করা, যারা তাকে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন।
ফেসবুক, ইউটিউব ছাড়াও টুইটার, স্ন্যাপচ্যাট, টোয়াইস এবং আরও কয়েকটি সামাজিক মাধ্যমেও ডোনাল্ড ট্রাম্প নিষিদ্ধ হন। এসব মাধ্যমে নিষিদ্ধ হয়ে নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে সক্রিয় হন তিনি।
উল্লেখ্য, ফেসবুকের বাইরে ডোনাল্ড ট্রাম্প টুইটার, ইউটিউব, স্ন্যাপচ্যাটসহ আরও কয়েকটি সামাজিক মাধ্যমেও নিষিদ্ধ হন। এসব মাধ্যমে নিষিদ্ধ হওয়ার পর নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে সক্রিয় হন ট্রাম্প।