কমলগঞ্জে সহকারি শিক্ষকদের সম্মেলন

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: "শিক্ষকের মর্যাদার জয় হোক" এই শ্লোগান নিয়ে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার সম্মেলন ও নবাগত সহকারি শিক্ষকদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৮ মার্চ সকাল ১১ টায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে সমিতির সভাপতি মো. আজিজুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রানা রঞ্জন সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অজিত পাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির জেলা শাখার সভাপতি মো. এনামুল কবির, সমিতির সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক বাহার উদ্দিন, মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান মোহন।
অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সমিতির জেলা শাখার সদস্য সচিব সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি মামুনুর রশীদ, সাধারন সম্পাদক মোশাহীদ আলী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিবানন্দ কৈরী, প্রধান শিক্ষক গাজী সালাউদ্দিন, প্রধান শিক্ষক সালাউদ্দিন খালেদ সহ আরো অনেকে।
অনুষ্ঠানে নতুন সহকারি শিক্ষকদের পরিচিতি ও বরণ করা হয়।
পরে কাউন্সিল অধিবেশনে মো. আজিজুর রহমান সভাপতি ও রানা রঞ্জন সিনহা সাধারণ সম্পাদক নির্বাচিত হন।