সোনাগাজীর ভোরবাজার এডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীর ভোরবাজার এডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের (৫০ বছর পূর্তি) সুবর্ণ জয়ন্তীতে নবীণ-প্রবীণদের মিলন মেলা ঘটেছে।
শনিবার সকালে র্যালি শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।
সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি এ আর এম ছালারে জাহান হেলালের সভাপতিত্বে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার জাকির হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, সহকারি পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূঞা সার্কেল) তসলিম হুসাইন, নিজামপুর কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক হরিসাধন দাস ও সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান। মজুমদার হাট শেখ মজিবুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দীনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল কুদ্দুস, ঢাকাস্থ নবাবপুর সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, নোয়াখালী কলেজের ইসলামী স্টাডিজ ও সংস্কৃতি বিভাগীয় প্রধান প্রফেসর একরামুল হক, স্কুল পরিচালনা কমিটির সভাপতি এবি এম সাহাব উদ্দীন ভূঁইয়া, সাবেক সভাপতি, সোনালী ব্যাংকের সাবেক জিএম বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির, সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, প্রাক্তন ছাত্র আবদুল মোতালেব চৌধুরী রবিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান রাসেল ও ঢাকাস্থ নবাবপুর সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিরন প্রমুখ। সকাল থেকে র্যালি, আলোচনা সভা, প্রাক্তন শিক্ষক, প্রতিষ্ঠাতা ও দাতাদের সংবর্ধনা, স্মৃতিচারণ, দুপুরে মেজবান এবং বিকালে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয়।
প্রাণের উচ্ছ্বাসে প্রাক্তন ছাত্র-ছাত্রীরা প্রাণপ্রিয় বিদ্যাপীঠে মিলিত হয়ে আনন্দ উপভোগ করেছেন।
উল্লেখ্য: ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির সুবর্ণ জয়ন্তীতে এক হাজার ৯০০ প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী রেজিস্ট্রশন সম্পন্ন করে উক্ত অনুষ্ঠানে যোগ দেন।