কাঁঠালিয়ায় বীর মুক্তিযোদ্ধা মহাসীন নকীবের কুলখানি অনুষ্ঠিত

মাছুম বিল্লাহ জুয়েল, কাঁঠালিয়া প্রতিনিধি: সদ্য প্রয়াত ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওয়ামী লীগের সহ সভাপতি ও রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মো. মহাসীন নকীবের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ মার্চ শনিবার বাদ যোহর ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামে মরহুমের নিজ বাড়িতে পরিবারের পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ব্যতিক্রমী এই কুলখানি অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের অংশ নেয়া প্রায় ৬ হাজার মানুষকে আলাদা আলাদা প্যান্ডেলে বিয়ে অনুষ্ঠানের আদলে চেয়ার টেবিলে বসিয়ে খাবার পরিবেশন করা হয়। যা মন কাড়ে এলাকাবাসীর।
কুলখানিতে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে সংসদ সদস্য বজলুল হক হারুন, ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনির, সিনিয়ার সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঠালিয়া সার্কেল মাসুদ রানা, রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার, কাঁঠালিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বদু সিকদার, কাঠালিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তরুণ সিকদার, কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মুরাদ আলী, ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়াও কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলার প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক, স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, শুভাকাঙ্খী,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রয় ৬ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করেন মানুষ অংশ নেন।
শুরুতে মরহুমের কবর জেয়ারত করেন এমপি বজলুল হক হারুন।
পরে বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এছাড়াও দোয়া অনুষ্ঠানে অংশ নেয়া বিভিন্ন ধর্মের সহস্রাধিক মানুষ নিজ নিজ জায়গা থেকে মরহুমকে স্মরণ করেন।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা মহাসিন নকীব (৮৫) উপজেলা ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিটন লকিবের পিতা।
তিনি গত ১২ মার্চ দিবাগত রাতে নিজ বাড়িতে তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।