যৌন নিপীড়ন নিয়ে মন্তব্য, রাহুল গান্ধীর বাড়িতে পুলিশের হানা

‘ভারত জোড়ো যাত্রায়’ দেশটির কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছিলেন, নারীরা এখনও যৌন নিপীড়নের শিকার হচ্ছেন। এমন মন্তব্যের জেরে আজ রোববার দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তারা তার বাসভবনে হানা দিয়েছে। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ কমিশনার সাগরপ্রীত হুদা নেতৃত্বাধীন পুলিশের দলটি রাহুলের ১২ তুঘলক লেনের বাড়িতে অবস্থান করেছিল। সেই সময় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত, রাজ্যসভার বিরোধী দলের নেতা অভিষেক মানু সিংভি, জয়রাম রমেশসহ শীর্ষ কংগ্রেস নেতারা রাহুলের বাড়িতে যান।
এরপর পুলিশের দল চলে গেলে রাহুলকেও গাড়িতে করে ওই বাড়ি ছাড়তে দেখা গেছে। এনডিটিভি বলছে, ওই মন্তব্যের জেরে গত ১৬ মার্চ পুলিশ রাহুলকে নোটিশ দেয়।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, রাহুলের কাছে যেসব নারী যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে গিয়েছিলেন নোটিশে তাদের ব্যাপারে বিস্তারিত জানতে চাওয়া হয়।
তবে রাহুল বলেছেন, ‘ভারত জোড়ো যাত্রা’ অনেক আগে হওয়ায় তার কিছু মনে নেই। সেই সময় পুলিশ তাকে আরেকটি নোটিশ ধরিয়ে দেয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
কংগ্রেস পুলিশের এই পদক্ষেপকে লজ্জাজনক বলে উল্লেখ করেছে। অভিযোগ করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আদানি ইস্যুতে তাদের দল যে প্রশ্ন তুলেছে তা নিয়ে চিন্তিত।