জগন্নাথপুরে বিশেষ অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-২
3.jpg)
ওয়াহিদুর রহমসন, (জগন্নাথপুর) সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর থানা-পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছ।
২২ (মার্চ) বুধবার গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দুইজনকে জগন্নাথপুর থানার মামলা নাম্বার ৮(৩)২৩ ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১০(ক) ধারা অনুযায়ী সুনামগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমানের দিক নির্দেশনায় ২১(মার্চ)মঙ্গলবার রাতে জগন্নাথপুর থানার উপ-পুলিশ পরির্দশক জিয়া উদ্দিন ও উপ-পুলিশ পরির্দষক মোঃ সাইফুদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর (ঈশানকোনা) গ্রামের সৈয়দ সিরাজ মিয়ার পুত্র সৈয়দ ছাহিদ মিয়া (২৪) কে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট।
যার মুল্য প্রায় ৪ হাজার ৮ শত টাকা ও উপজেলার তেলিকোনা গ্রামের সামছু মিয়ার পুত্র ফারুক মিয়া (৪৮) এর কাছ থেকে ৩ বোতল ভারতীয় মদ যার মুল্য ৪হাজার ৪শতটাকা সহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে।