মোবারক হোসেন, সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর-হরিরামপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি দেওয়ান জাহিদ আহমেদ টুলু বলেছেন, এমপি হই বা না হই, আজীবন এলাকাবাসীর পাশে থাকবো। এমপি হলে হানাহানি, মাদক ও ঘুষ-দুর্ণীতিমুক্ত সুখী-সুন্দর সমাজ উপহার দেব। শুক্রবার (২ জুন) সন্ধায় উপজেলার বায়রা ইউনিয়নবাসীর আয়োজনে স্থানীয় বাজার মাঠে এক নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জনগণকে উদ্দেশ্য করে দেওয়ান জাহিদ আহমেদ টুলু বলেন, জননেত্রী শেখ হাসিনা যে ডিজিট্যাল স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন, সেই কাজের অংশ নেওয়ার জন্য আমার আমাকে আপনারা যদি যোগ্য মনে করেন ও সমর্থন দেন, তাহলে আমি নির্বাচন করবো।
তিনি বলেন, একজন মানুষও যদি আমাকে খারাপ বলে, আমার জন্য আপনারা যদি অপমানিত হন, তাহলে আমার কাজ করবেন না। (আমাকে ভোট দিবেন না)
তিনি আরও বলেন, দেশে পদ্মা সেতু হয়েছে, বঙ্গবন্ধু টানেল হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরে সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু দক্ষিন মানিকগঞ্জে তার প্রতিফলন হয়নি। তিনি বলেন, যোগ্য জনপ্রতিনিধির অভাবে রাজধানী ঢাকার কাছের এই অঞ্চলটি এখনো অবহেলিত। ভাষা শহীদ রফিক সেতুর আজও টোলমুক্ত হয়নি। সেতুর টোলমুক্ত ও পশ্চাদপদ জনপথটির উন্নয়ন ও ঘুষ দূণীতিমুক্ত সমাজ গড়ার জন্যই এমপি হতে চাই।
তিনি বলেন, জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা, সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহযোগীতা করে আসছি। চেষ্টা করেছি এলাকার অসহায় অবহেলিত জনগোষ্ঠির ভাগ্য উন্নয়নের।
এছাড়া ভুমিকা রেখেছি দলকে শক্তিশালী করার। আমার দৃঢ বিশ্বাস, জননেত্রী শেখ হাসিনা এবার আমার কাজের মুল্যায়ন করবেন। মনোনয়ন পেলে জনগণের ভোটে এমপি হয়ে ঘুষ-দুর্ণীতি ও মাদকমুক্ত সুখী-সুন্দর সমাজ উপহার দেব।
বায়রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাটুর সভাপতিত্বে নির্বাচনী মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল মাজেদ খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সায়েদুল ইসলাম ও পৌর কাউন্সিলর সমেজ উদ্দিন
এছাড়া সভায় পৌর কাউন্সিলর মো. কামাল হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বায়রা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিনুর রহমান, সহ-সভাপতি ইউপি সদস্য আজহার উদ্দীন ও আফাজুদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, দপ্তর সম্পাদক দেওয়ান কামাল হোসেন, সাবেক পৌর কাউন্সিলর মীর কায়সার আহমেদ, ইউপি সদস্য তছলিম উদ্দীন স্বপন, সিঙ্গাইর পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক ফয়জুল ইসলাম ও সাবেক সেনা সদস্য মোয়াজ্জেম হোসেন মজুসহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নানা শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
শিল্পপতি দেওয়ান জাহিদ আহমেদ টুলু এক্সিস নীটওয়ার্স ও এক্সিস নিটিং এন্ড প্রিন্টিং লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক। তার বাড়ি সিঙ্গাইর উপজেলার বাইমাইল গ্রামে। তিনি স্বপ্ন দেখেন, হানাহানি, ঘুষ-দুর্ণীতি ও মাদকমুক্ত সুখী-সুন্দর সমাজ গড়ার। এই লক্ষ্যে দীর্ঘদিন ধরে তিনি দক্ষিন মানিকগঞ্জ তথা পুরো জেলার শিক্ষা, সামাজিক-সাংস্কৃতিক. ধর্মীয় প্রতিষ্ঠান ও সমাজের অবহেলিত জনগোষ্ঠীকে আর্থিক সহযোগীতা করে আসছেন।