স্মার্ট চিলমারী গড়তে চান রহিমুজ্জামান সুমন

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: প্রধানমন্ত্রীর হাত ধরে চিলমারীকে এগিয়ে নিতে চাই,চাই স্মার্ট ও দুর্নীতি মুক্ত চিলমারী গড়তে। জনকল্যানে কাজ করার পাশাপাশি যুবসমাজকে এগিয়ে নিয়ে এলাকার উন্নয়নসহ সকল নাগরিক সুবিধা থেকে যেন এই অঞ্চলের মানুষ বঞ্চিত না হয় এ লক্ষে কাজ করতে চাই।সংবাদ সম্মেলনের মাধ্যমে উপরোক্ত কথাগুলো বলেন,কুড়িগ্রাম-৪(চিলমারী,রৌমারী ও রাজিবপুর) আসনে সংসদ সদস্য হিসাবে নির্বাচনে নৌকা মনোনয়ন প্রত্যাশী রহিমুজ্জামান সুমন।
কুড়িগ্রামের চিলমারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রহিমুজ্জামান সুমন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য হিসাবে নির্বাচন করতে চান।এ লক্ষে বুধবার রাতে সুমন ফাউন্ডেশনের কার্যালয়ে ভার্চুয়ালী সাংবাদিক সম্মেলন করেন তিনি।সুদুর আমেরিকা থেকে সাংবাদিক সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং স্মার্ট চিলমারী গড়াসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা জানান।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,সাপ্তাহিক যুগের খবর পত্রিকার সম্পাদক এসএম নুরুল আমিন সরকার,যুগান্তর প্রতিনিধি গোলাম মাহবুব,ভোরের কাগজ প্রতিনিধি মামুন অর রশিদ,ভোরের দর্পন প্রতিনিধি ফজলুল হক,সকালের সময় প্রতিনিধি মনিরুল আলম লিটু,যুগের আলো প্রতিনিধি হুমায়ুন কবির,করোতোয়া প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া,মানবজমিন প্রতিনিধি সাওরাত হোসেন সোহেল,আজকের কাগজ প্রতিনিধি মমিনুল ইসলাম বাবু,যায়যায় দিন প্রতিনিধি রিয়াদুল ইসলাম বাবু,চ্যানেল ৬৯টিভির চেয়ারম্যান আলমগীর হোসাইন, এশিয়ান টিভি প্রতিনিধি ছাবেদ আলী মন্ডল,খোলা কাগজ প্রতিনিধি আ.লতিফ মেহেদী,মানবকন্ঠ প্রতিনিধি মিজানুর রহমান মিজান,ইনকিলাব প্রতিনিধি ফয়সাল হক রকি,প্রতিদিনের সংবাদ প্রতিনিধি রাফিউল ইসলাম রাফি,আমাদের প্রতিদিন প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব,সাবেক ছাত্রলীগ সাধারন সম্পাদক আবু আব্দুল্লাহ সিদ্দিক শুভ প্রমুখ।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রহিমুজ্জামান সুমন নৌকা প্রতীক প্রত্যাশি হিসাবে ব্যাপক গনসংযোগ শুরু করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে ছাত্রলীগ থেকে উঠে আসা এই নেতা ইতোমধ্যে জনসাধারণের কাছে জনপ্রতিনিধির আইকন হিসাবে পরিচিতি লাভ করেছেন।