উল্লাপাড়ায় নির্মাণাধীন মডেল মসজিদ নির্মাণে দুর্ণীতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

সঞ্জীব সরকার, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: প্রতিটি জেলা-উপজেলায় একটি করে মোট ৫৬০টি দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে করছে সরকার।
সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলাতেও নির্মাণ হচ্ছে দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র। মডেল মসজিদটি নির্মাণের ১১ কোটি ৬৯ লাখ ৩৪ হাজার ৮শত ৪২ টাকা ব্যয় ধরা হয়েছে। গত ২০১৯ সালের ১৩ জুনে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান ফার্স্ট এস.এস কনস্ট্রাকশন প্রাইভেট লিঃ এর সাথে গণপূর্ত বিভাগের চুক্তি স্বাক্ষরিত হয়।
উপজেলার পাবনা-বগুড়া মহাসড়ক সংলগ্ন পৌর বাস টার্মিনালের পাশে মডেল মসজিদ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ফার্স্ট এসএস কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড বিরুদ্ধে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে মডেল মসজিদের মূল ভবনের পিলার নির্মান কাজে ত্রুটির কারণে ৬টি পিলার আঁকা-বাঁকা এবং গ্রেডবীম ঢালাইয়ের আগেই পিলার হেলে পড়ে ।
ভবনের অধিকাংশ পিলারের সেন্টার পয়েন্ট মিল না থাকায় আঁকা-বাঁকা ঢাকার জন্য দ্রুত বালুমাটি দ্বারা সবগুলো পিলার ভরাট করে ফেলে। সম্প্রতি বৃষ্টির কারণে কলামের পাশ থেকে বালুমাটি সরে যাওয়ায় আঁকা-বাঁকা ও হেলে যাওয়া অবস্থা বের হলে স্থানীয়রা ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন ও জেলা প্রশাসককে অবহিত করেন। এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।
এ বিষয়ে জেলা গণপুর্ত বিভাগের পিডাব্লিউডি জাহিদ হাসান জানান, মডেল মসজিদটি নির্মানের সময় যখন পিলারগুলো ঢালাই দেওয়া হয় তখন আমাদেরকে জানানো হয়নি। এছাড়াও মসজিদটিতে যে এত সমস্যা দেখা দিয়েছে সেগুলো অজানা ছিলো।
এ বিষয়ে জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহবুবুর রহমান জানান, আমি উল্লাপাড়া মডেল মসজিদটির পিলার নির্মানে আকাঁবাকাঁ হওয়ার ব্যপারে মৌখিক ভাবে অভিযোগ পেয়েছি। সরেজমিনে আমি পিলারগুলো দেখেছি। ভবনটির কতটুকু ত্রুটি রয়েছে তদন্ত টিম গঠন করে ব্যবস্থা নেওয়া হবে।