কারিতাস দিবস উদযাপন ও লং সার্ভিস এওয়ার্ড প্রদান

অংকন তালুকদার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: "একসাথে পথ চলি, মিলন সমাজ গঠন করি" (Walking Together to Build Communion) এ মূলসুরকে কেন্দ্র করে কারিতাস খুলনা অঞ্চলের আঞ্চলিক অফিসের সহোযোগিতায় অনুষ্ঠিত হয় ‘কারিতাস দিবস’।
আসন গ্রহণ ও তিন ধর্মের আলোকে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু করা হয়।
কারিতাস দিবস উদযাপন ও লং সার্ভিস এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস বাংলাদেশ এর প্রেসিডেন্ট বিশপ জেমস রমেন বৈরাগী।
অনুষ্ঠানে বক্তারা ভালোবাসা ও সেবা কাজ কীভাবে বাস্তবায়নের মধ্যদিয়ে বিশ্বগড়া যায় সে বিষয়ে বিস্তারিত ও সুন্দর বক্তব্য উপস্থাপন করেন। বক্তারা সকল ধর্মের আলোকে ভালোবাসা ও সেবা কাজের প্রকৃত দিক তুলে ধরে নিজেদের মধ্য হতে ভালোবাসাপূর্ণ সেবা কাজ শুরু করার কথা ব্যক্ত করেন।
পরবর্তীতে কারিতাস দিবস পালনের একপর্যায়ে করিতাসে সততার সঙ্গে কাজ করার জন্য কর্মীদের ১০ বছরের, ১৫ বছরের, ২০ বছরের এবং ২৫ বছরের লং সার্ভিস এওয়ার্ড ও সার্টিফিকেট প্রদান করা হয়।
এদিকে, দীর্ঘ (২০বছর) সময় অত্যন্ত সুনাম, সততা, যোগত্য, মননশীলতা ও দক্ষতার সাথে সেবাদানের জন্য কারিতাস সার্ভিস এওয়ার্ড পেয়েছেন কারিতাস খুলনা অঞ্চলের সিনিয়র এ্যাকাউন্টস এবং এডমিন অফিসার বিনয় কৃষ্ণ সমদ্দার।
বিনয় কৃষ্ণ সমদ্দার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাজাপুর গ্রামের মৃত বৈকুন্ঠ নাথ সমদ্দারের কনিষ্ঠ পুত্র।
এসময় খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালকসহ মোট ২৪ জনকে এই লং সার্ভিস এওয়ার্ড ও সার্টিফিকেট প্রদান করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে কারিতাস খুলনা অঞ্চলের সিনিয়র এ্যাকাউন্টস এবং এডমিন অফিসার বিনয় কৃষ্ণ সমদ্দার বলেন, এমন সম্মানজনক পদকে ভূষিত হওয়ায় তার কাজের অগ্রগতির প্রতি আরো উৎসাহ এবং দায়িত্ব বেড়ে গেছে। আগামীতেও আমি যেনো সততা, নিষ্ঠা এবং দক্ষতার সাথে আমার দায়িত্ব পালন করতে পারি সেজন্য সকলের আশীর্বাদ/দোয়া ও সহযোগিতা কামনা করছি।
তিনি আরো বলেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কারিতাস বাংলাদেশ এর প্রেসিডেন্ট শ্রদ্ধেয় বিশপ জেমস রমেন বৈরাগী মহোদয়ের প্রতি। এছাড়া বিভিন্ন পরামর্শ দিয়ে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমাদের জন্য প্রার্থনা করবেন, যেন আমাদের প্রচেষ্টা ও কর্ম ইচ্ছার মধ্যদিয়ে কারিতাসের ভালোবাসা ও সেবার কাজ করে যেতে পারি এবং ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারি।
কারিতাস বাংলাদেশ এর প্রেসিডেন্ট বিশপ জেমস রমেন বৈরাগী বলেন, ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন মানুষকে ভালোবাসার জন্য। তাই, যারা অবহেলিত তাদের ভালোবাসতে হবে। সেটাই হবে প্রকৃত ভালোবাসা। এছাড়াও তিনি বিভিন্ন ধর্মে ভালোবাসা যে অভিন্ন তা বিভিন্ন উপমার মাধ্যমে তুলে ধরেন। যে সকল কর্মীরা আজ কারিতাসে দীর্ঘ সময় সেবাদানের জন্য সম্মাননা পাচ্ছেন তা ধরে রেখে ভালো কাজ অব্যাহত রাখার পরামর্শ রাখেন। ত্যাগ ও সেবাকাজের কথাও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে কারিতাসের বিভিন্ন জোনের কর্মকর্তা- কর্মচারী সহ অন্যান নেত্রী বৃন্দ উপস্থিতি ছিলেন এবং বিভিন্ন কার্যক্রম শুভ উদ্ভোদন করেন।