বেগমগঞ্জে প্রবাসীর পরিবারের উপর সন্ত্রাসী হামলা লক্ষ টাকার গাছ কেটে নেওয়া অভিযোগ

মানিকভূঁইয়া,নোয়াখালী প্রতিনিধি: বেগমগঞ্জে উপজেলার রসুলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে আফজাল সিপাহী বাড়ীর প্রবাসী আমির হোসেনের পরিবারের উপর বসতবাড়ি থেকে উচ্ছেদের উদ্দেশ্যে সশস্ত্র সন্ত্রাসী হামলা, বাড়ির পাশে লাগানো লক্ষ টাকা মূল্যের ফলজ, বনজ, ঔষধি চারা গাছ কাটার অভিযোগ উঠেছে।
জানা যায়, জায়গায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরধরেই গতকাল দুপুরে মোশারফ হোসেন, তাজুল ইসলাম, নুর হোসেন, নূর নবী, নুর ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীও অস্ত্রসন্ত্র নিয়ে প্রবাসী আমির হোসেন এর বসত বাড়ী ও পরিবারের লোকজনের উপর হামলা করে এবং বিভিন্ন প্রজাতের গাছের চারা কেটে ফেলে। সন্ত্রাসীদের ভয়ে জীবন বাঁচানোর জন্য ভুক্তভোগী পরিবারের সদস্যরা অন্যত্র চলে যায়।
সন্ত্রাসীরা বাড়িতে হামলা করে গাছ কেটে যাওয়া সময় বাড়ির চলাচলের পথে বেড়া দিয়ে বন্ধ করে যায়।এই বিষয়ে বেগমগঞ্জ মডেল থানায় প্রবাসী স্ত্রী বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। পরে তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ঘটনা স্থানে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে বেড়া তুলে দেয়। ভুক্তভুগী পরিবার প্রশাসনের কাজে নিরাপত্তা ও সুবিচার কামনা করে।