শরণখোলায় চুরি হওয়া মহিষের মাংস জব্দ
_28_03_2023.jpeg)
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় সোমবার রাতে উপজেলার খুড়িয়াখালী গ্রাম থেকে চুরি হওয়া একটি মহিষ জবাই করা অবস্থায় উদ্ধার করেছে থানা পুলিশ । তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।
চুরি যাওয়া মহিষের মালিক উপজেলার বগী গ্রামের আঃ সালামের পুত্র রাজু সাংবাদিকদের জানান, সোমবার (২৭ মার্চ) গভীর রাতে খুড়িয়াখালী গ্রামের পিলের রাস্তার পশ্চিম পাশ থেকে তাদের একটি মহিষ চুরি হয়। মহিষ খুঁজতে গিয়ে ওই রাতেই গ্রামের আলাল তালুকদারের বাড়ীর বাগানে চোর চক্রের কয়েকজনকে মহিষ জবাই করে মাংস ভাগ করতে দেখে। ঘটনাটি থানা পুলিশকে জানালে তারা দ্রুত মাংস, চামড়া ফেলে রেখে পালিয়ে যায় ।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বলেন, মহিষ চুরির খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যাই। জবাই করা মহিষের মাংস জব্দ করে থানায় আনা হয়েছে এবং মাংস বিক্রি করে দেওয়ার জন্য মহিষের মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।
এর আগে গত রবিবার রাতে উপজেলার মধ্য খোন্তাকাটা গ্রামে গোয়াল থেকে একটি গাভী চুরি করে অজ্ঞাত চোরেরা জবাই করে মাথা ও চামড়া মাঠে ফেলে রেখে মাংস নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
তারিখ ২৮.০৩.২০২৩