মিশন ব্যর্থ হওয়ায় বন্ধ হলো রকেট কোম্পানি

যুক্তরাষ্ট্রভিত্তিক রকেট কোম্পানি ভার্জিন অরবিট বন্ধ হয়ে গেছে। একটি বড় মিশন ব্যর্থ হওয়ার কয়েক মাস পরই বন্ধ হয়ে গেল প্রতিষ্ঠানটি। যুক্তরাজ্যের ধনকুবের স্যার রিচার্ড ব্র্যানসন ২০১৭ সালে কোম্পানিটি প্রতিষ্ঠাতা করেন। তবে প্রতিষ্ঠার পর থেকেই কোনো মুনাফা করতে পারেনি কোম্পানিটি।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারিতে অরবিটের প্রথম স্যাটেলাইট মিশন মহাকাশে পৌঁছায়। এই মিশন যুক্তরাজ্যের মহাকাশ অনুসন্ধানের জন্য একটি মাইলফলক হিসাবে বিবেচনা করা হয়েছিল। কিন্তু এটি তার কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়।
এর দুই মাস পর কোম্পানিটি তাদের সব কাজ বন্ধ রাখে। এ ছাড়া প্রায় সব কর্মীকে ছাঁটাই করে প্রতিষ্ঠানটি।
তবে কয়েক সপ্তাহ আগে প্রতিষ্ঠানটি আবারও তাদের কার্যক্রম শুরুর চেষ্টা করে। এ লক্ষ্যে তারা তাদের মালিকানাধীন রূপান্তরিত জেট কসমিক গার্ল এবং ক্যালিফোর্নিয়ায় তাদের সদরদপ্তরের বেশির ভাগ বিক্রি করে দেয়। এরপরও আর ঘুরে দাঁড়াতে পারল না প্রতিষ্ঠানটি।
চলতি মাসের শুরুতে রিচার্ড বিবিসিকে বলেন, করোনাকালীন লকডাউন তার বিমান সংস্থা এবং অবসর ব্যবসায় ধস নামায়। এতে তিনি প্রায় ১৫০ কোটি পাউন্ডের সম্পদ হারান। সানডে টাইমসের হিসেবে, এত লোকসানের পরও এই ধনকুবের এখনো ২৪০ কোটি ইউরোর মালিক।