The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১

কুমিল্লায় দুর্বৃত্তের গুলিতে কাউন্সিলরের মৃত্যুর গুঞ্জন

কুমিল্লায় দুর্বৃত্তের গুলিতে কাউন্সিলরের মৃত্যুর গুঞ্জন

শাহাজাদা এমরান, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মো. সোহেলসহ পাঁচজনকে গুলিবিদ্ধ করে আহত করেছেন দুর্বৃত্তরা।

সোমবার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে ১৭ নম্বর ওয়ার্ডের পাথুরিয়াপাড়াস্থ কাউন্সিলরের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

তবে এই রিপোর্ট লেখার সময় (সন্ধ্যা ৬.৩৪ মি.) বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যে, সোহেল কাউন্সিলর মারা গেছেন। তবে কুমিল্লা পুুলিশ সুপার  ফারুক আহমেদ জানিয়েছেন, মৃত্যুর খবর জানিনা। আমার জানামতে তিনি এখনো চিকিৎসাধীন রয়েছেন। 

স্থানীয় সূত্র জনায়, সোমবার  বিকেল ৪টার দিকে কাউন্সিলর সোহেল তার কার্যালয়ে বসে কাজ করছিলেন। এ সময় মুখোশ পরা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি ছোড়েন। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার সঙ্গে থাকা আরও অন্তত্ত¡ ৪ জন গুলিবিদ্ধ হন।

খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে কাউন্সিলরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কুমিল্লা  কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আনওয়ারুল আজম গুলিবিদ্ধ হওয়ার ঘটনার  সত্যতা নিশ্চিত করেছেন।
 


সর্বশেষ

আরও পড়ুন