The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা শনিবার, ২২ জানুয়ারী ২০২২

সাড়ে তিন ঘণ্টায় ঢাকা-কলকাতা, পদ্মা সেতু নতুন দিগন্ত রচনা করেছে

সাড়ে তিন ঘণ্টায় ঢাকা-কলকাতা, পদ্মা সেতু নতুন দিগন্ত রচনা করেছে
সংগৃহীত

২০২২ সাল থেকেই মৈত্রী এক্সপ্রেস নতুন নির্মিত পদ্মা সেতুর উপর দিয়ে চলবে। এর ফলে ঢাকা-কলকাতার মধ্যে রেল দূরত্ব ৪০০ কিলোমিটার থেকে কমে ২৫০ কিলোমিটার হবে। এই পথ অতিক্রম করতে সময় লাগবে সাড়ে তিন ঘণ্টা।

বাংলাদেশের এক পদস্থ রেলকর্তার সঙ্গে ভারতীয় রেলের এক উচ্চ পদস্থ কর্তার বৈঠকে এমন তথ্যই উঠে এসেছে। পদ্মার উপর দিয়ে ৬.২ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণের কাজ প্রায় শেষ।

এই সেতু দিয়ে রেল ও গাড়ি চলার ব্যবস্থা থাকছে। ফলে ঢাকা-কলকাতা যাত্রীদের সুবিধা হবে। বর্তমানে মৈত্রী এক্সপ্রেস গেদে, দর্শনা হয়ে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌছায় ১০ ঘণ্টায়।
নতুন ব্যবস্থায় মৈত্রী চলবে বনগাঁ-পেট্রাপোল হয়ে।

ফলে সাড়ে তিন ঘণ্টায় ঢাকা পৌঁছাতে অসুবিধা হবে না। এর ফলে দু’দেশের অর্থনীতিও উপকৃত হবে। নতুন নির্মিত পদ্মা সেতুর একদিকে আছে মাওয়া এবং অন্যদিকে জাজিরা। এই দুটি জায়গাতেও নতুন করে সাড়া পড়েছে পদ্মা সেতুকে কেন্দ্র করে।