দক্ষিণ কোরিয়ার সমর্থন চান ন্যাটো মহাসচিব

ইউক্রেনের জন্য সামরিক সমর্থন বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন ন্যাটো মহাসচিব ইয়েনস স্টলটেনবার্গ। তিনি এখন সিউলে সফরে আছেন। তার সফরের লক্ষ্য, ইউক্রেন যুদ্ধকে সামনে রেখে মার্কিন মিত্রদের সাথে সম্পর্ক জোরদার করা এবং চীনের সাথে ক্রমবর্ধমান প্রতিযোগিতায় জোটের সক্ষমতা প্রমাণ করা। টিআরটি ওয়ার্ল্ডের খবর।
দক্ষিণ কোরিয়ার সিনিয়র কর্মকর্তাদের সাথে বৈঠকে ন্যাটো প্রধান ইউক্রেনের প্রতি সামরিক সহায়তা বাড়ানোর আহ্বান জানান। তিনি দেশটির কর্মকর্তাদের জানান, রাশিয়ার সামরিক অভিযানের পর সংঘাতে থাকা দেশগুলো ইউক্রেনে অস্ত্র না দেওয়ার যে নীতি গ্রহণ করেছিল তাতে পরিবর্তন এসেছে।
স্টলটেনবার্গ যুক্তি দেন, ইউরোপ ও উত্তর আমেরিকার সমর্থন অন্যান্য অঞ্চলের সাথে আন্তঃসংযুক্ত এবং ন্যাটো জোট এশিয়ায় অংশীদারিত্ব বৃদ্ধির মাধ্যমে বৈশ্বিক হুমকিগুলো মোকাবেলা করতে চায়।
সিউলের চে ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডিজের অনুষ্ঠানে বক্তৃতা করেন স্টলটেনবার্গ। ইউক্রেনকে অস্ত্র সহায়তার জন্য দক্ষিণ কোরিয়াকে ধন্যবাদ জানান তিনি। তবে ইউক্রেনের আরও গোলাবারুদ জরুরি প্রয়োজন উল্লেখ করে তিনি দেশটির প্রতি সহায়তার আহ্বান জানান।
গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। যুদ্ধে সামরিক জোট ন্যাটো এখনও সরাসরি হামলা চালাতে সম্মত হয়নি। তবে রাশিয়ার হামলার প্রেক্ষাপটে ন্যাটো দেশগুলোতে বারবার সতর্কতা বাড়ানো হয়েছে। এখন জোটটি চাচ্ছে এশিয়ায় তাদের মিত্রের সংখ্যা বাড়াতে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ন্যাটো প্রধান এশিয়া সফর শুরু করেছেন।
এর আগে এক খবরে বলা হয়েছিল, উত্তর কোরিয়ার আশঙ্কা, ন্যাটো জোট এশিয়ায় সম্প্রসারিত হতে চায়। তারা মূলত ন্যাটোর এশীয় সংস্করণ গড়তে জাপান ও দক্ষিণ কোরিয়াকে হাত করতে চায়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এক বার্তায় আশঙ্কার কথা প্রকাশ করে।-২৪ লাইভ নিউজ।