৬ ঘণ্টা কারাগারে থেকে মুক্তি পেলেন মাহি

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারের ৬ ঘণ্টা পর জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আজ শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে তিনি গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান।
এর আগে গাজীপুর মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইকবাল হোসেন ডিজিটাল নিরাপত্তা আইনসহ দুটি মামলায় মাহিয়া মাহির জামিন মঞ্জুর করেন। জামিনের কাগজ কারাগারে পৌঁছালে তা যাচাই-বাছাই শেষে মাহি মুক্তি পান।
জামিন শুনাতিতে অংশ নেন মাহিয়া মাহির পারিবারিক আইনজীবী রিপন চন্দ্র সরকার, আনোয়ার সাদত ও কামরুল হাসান।
এর আগে শনিবার বেলা পৌনে ১২টার দিকে মাহিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। পরে পুলিশের পক্ষ থেকে সাতদিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে তোলা হয়। আদালত রিমান্ড নামঞ্জুর করে মাহিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জিএমপি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে মাহিয়া মাহির গ্রেপ্তারের বিস্তারিত তথ্য তুলে ধরেছিলেন মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম। তিনি বলেন, মাহিয়া মাহি জমি সংক্রান্ত ঘটনায় পুলিশ বিভাগ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ব্যাপারে ফেসবুক লাইভে মিথ্যা মন্তব্য করেছেন। তিনি প্রতিপক্ষের ব্যাপারেও মন্তব্য করেছেন। এভাবে একটি প্রতিষ্ঠানের ব্যাপারে তিনি মন্তব্য করার অধিকার রাখেন না।
মোল্যা নজরুল জানান, মাহিয়া মাহির বিরুদ্ধে পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে। তার প্রতিপক্ষের লোকজন জমি সংক্রান্ত ঘটনায় আইন-শৃঙ্খলা অবনতি সংক্রান্ত আরেকটি মামলা করেছে।
গত শুক্রবার রাতে মাহিয়া মাহির প্রতিপক্ষের মামলায় অভিযুক্ত সাজ্জাদ হোসেন সোহাগ (৩৮), আশিকুর রহমান (৩২), ফাহিম হোসেন হৃদয় (২২), জুয়েল রহমান (২৫), জমশের আলী (৪৪), মোস্তাক আহমেদ (২২), খালিদ সাইফুল্লাহ জুলহাস (৩০), সুজন মন্ডল (৩৪) ও মাহবুব হাসান সাব্বিরকে (১৮) গ্রেপ্তার করা হয়।