ড. ইস্রাফিল আহমেদের 'মূকাভিনয়ের উৎস ও বিকাশ' বইয়ের মোড়ক উন্মোচন

জাবি প্রতিনিধি: রঙ্গন মাইম একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের চেয়ারম্যান অধ্যাপক ড. ইস্রাফিল আহমেদের মূকাভিনয় বিষয়ক বই 'মূকাভিনয়ের উৎস ও বিকাশ' এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
রবিবার (১৮ মার্চ) রাত সাড়ে ০৮ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রঙ্গন মাইম একাডেমি আয়োজিত দুইদিনব্যাপী আন্তর্জাতিক মাইম উৎসবের দ্বিতীয় দিনে সেলিম আল দীন মুক্তমঞ্চে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। এতে দেশ বিদেশের খ্যাতনামা মূকাভিনয় শিল্পী ও প্রশিক্ষকেরা উপস্থিত ছিলেন।
মূকাভিনয়ের উৎস ও বিকাশ' বইটি সম্পর্কে ড. ইস্রাফিল আহমেদ বলেন, “এই বইয়ে মূকাভিনয়ের অতীত ইতিহাস এবং বর্তমান চর্চার ইতিহাসভিত্তিক আলোচনা রয়েছে। যদিও আমরা ভাবি মূকাভিনয়ের ইতিহাস অনেকটা পাশ্চাত্য নির্ভর। গ্রীক বা রোমানদের অনুসরণে বাংলাদেশ বা ভারত উপমহাদেশে এসেছে। কিন্তু আমরা গবেষণা করে দেখেছি তারও আগে এই উপমহাদেশে মূকাভিনয় ছিল।
ভরতের নাট্যশাস্ত্রে আঙ্গিক, বাচিক, আহার্য, সাত্ত্বিক এই চার ধরণের অভিনয়ের উল্লেখ আছে। আঙ্গিক অভিনয়ে অভিনেতার চোখের ব্যবহার, ভ্রুর, হাতের ব্যবহার কেমন হবে তার উল্লেখ আছে। সুতরাং, বহু পূর্বেই আমাদের উপমহাদেশে আঙ্গিক অভিনয় বা মূকাভিনয় ছিল। এছাড়া রামায়ণ, মহাভারত, পতঞ্জলি মহাভাষ্যেও মূকাভিনয়ের উপাদানের উল্লেখ পাওয়া যায়। এসব সুপ্রাচীন পুথি থেকে জানতে পারি, মূকাভিনয় আসলে আমাদেরই শিল্প, পাশ্চাত্যের নয়।”