জাবির সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. বশির আহমেদকে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো: আকবার হোসেন কর্তব্যরত ছুটি এবং এই বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ও ইদুল ফিতরের ছুটিতে ১৯.০৩.২৩ হতে ০২.০৫.২৩ তারিখ পর্যন্ত কানাডায় অবস্থান করবেন। বর্ণিত ছুটিকালীন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. বশির আহমেদ সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিনের সাময়িক দায়িত্ব পালন করবেন। তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।
উল্লেখ্য, অধ্যাপক বশির আহমেদ ২০০০ সালের মে মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। তিনি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক, প্রভোস্ট কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন।